জবি’র সামনে বাসচাপায় নিহত ১, আহত ২
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের সামনে বাসচাপায় এক রিকশা আরোহী নিহত ও দু’জন আহত হয়েছেন। রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাজ্জাদ মিয়া এ তথ্য জানিয়েছেন। নিহত ও আহত একজনের পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ জানায়, সকালে সাভার পরিবহনের একটি বাস একটি রিকশাকে চাপা দেয়। এতে রিকশায় থাকা ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত রিকশাচালককে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে বাসটি জব্দ করে।
এ ঘটনায় আকাশ দাশ নামে আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মীর মাথার পেছনে ছয়টি সেলাই দেওয়া হয়েছে।
ওয়ার্ড মাস্টার মো. সাজ্জাদ মিয়া বলেন, ‘বাস ও রিকশার দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের বাড়ি টুঙ্গিপাড়ায়, তিনি মুন্সীগঞ্জে থাকতেন। তবে তার নাম জানা যায়নি। তার বাড়িতে খবর দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে সূত্রাপুর থানার এসআই মো. হাসান মিয়া বলেন, বাসটি জব্দ করা হয়েছে। চালক ও তার সহকারী পলাতক রয়েছেন।
কেএম/এমএমএ/