মিরপুরে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
রাজধানীর মিরপুরে বিএনপির সমাবেশে হামলার ঘটনায় বিএনপির দুই শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ।
গতকাল শুক্রবার রাতে পল্লবী থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৭৫ নেতা-কর্মীসহ অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশের কাজে বাধা, ভাঙচুর ও জখম করার অপরাধে এ মামলা হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, মামলায় সাতজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে মিরপুর ৬ নম্বর মুকুল ফৌজ মাঠে আওয়ামী লীগের হামলায় বিএনপির পূর্বনির্ধারিত সমাবেশ পণ্ড হয়। সমাবেশ কেন্দ্র করে দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এতে বিএনপির শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করছেন দলটির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক।
তিনি আরও বলেন, সরকার দলীয় সন্ত্রাসীরা পূর্বেপরিকল্পিত ভাবে এই হামলা করে। কিন্তু পুলিশ উল্টো আমাদের বিরুদ্ধে মামলা করেছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে কনো ব্যবস্হা নেয়নি।
এদিকে ঢাকা মহানগর উত্তরের যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টন এই ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমরা যেখানেই সমাবেশ করি সেখানেই সরকার দলীয় সন্ত্রাসীরা হামলা চালায়। তাদেরকে শিক্ষা দিতে হলে আমাদেরকে এক হয়ে তাদের বিরুদ্ধে জোরালো আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, আমরা রাজপথ ছাড়িনি রাজপথ ছাড়ব না। আমাদের সংগ্রাম চলবেই।
এএইচ/এমএমএ/