রাজধানীতে ব্যবসায়ীকে ছাত্রলীগ পরিচয়ে হত্যার হুমকি
রাজধানীর বংশাল থানায় চাঁদাবাজির মামলা করার কারণে আসামিদের পক্ষ নিয়ে ছাত্রলীগ পরিচয়ে হত্যার হুমকিতে শঙ্কিত হয়ে পড়েছেন নজরুল ইসলাম বাবুল ও তার পরিবার। এ ঘটনায় থানায় জিডি করা হলেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। উল্টো আরও ক্ষিপ্ত হয়ে তার গতিপথ অনুসরণ করা হচ্ছে বলে অভিযোগ বাবুলের।
শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব কথা জানান ব্যবসায়ী বাবুল।
তিনি লিখিত বক্তব্যে বলেন, বংশালের ২০/১ নবাবকাটরা রোড নিচ তলা নিমতলীতে আরফিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের (হজ এজেন্সি নম্বর ৩২) ব্যবসা পরিচালনা করে আসছেন। অফিস নেওয়ার কিছুদিন পর থেকেই আহম্মেদ শরীফ, আশিকুল ইসলাম পান্নু, খায়রুল ইসলাম, রফিকুল ইসলাসহ আরও ৪/৫ জন সন্ত্রাসী মোটা অংকের চাঁদা দাবি করেন। গত ২০ আগস্ট রাত সাড়ে ৮টায় তারা আমার অফিসে এসে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু তাদের চাঁদা দিতে অস্বীকার জানালে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে নানা ধরনের হুমকি দিয়ে চলে যান। পরে ২২ আগস্ট সন্ধ্যা ৭টায় আমার স্ত্রীকে ডাক্তার দেখাতে নিয়ে গেলে তারা আমার অনুপস্থিতিতে অফিসে হামলা চালিয়ে নগদ তিন লাখ ২০ হাজার টাকা, চেয়ারটেবিল, সিন্দুক, কম্পিউটার, সিসি ক্যামেরা সব নিয়ে চলে যায়। যার অনুমানিক মুল্য আরও দুই লাখ টাকা। এই ঘটনায় বংশাল থানায় মামলা করলে আসামিরা আদালত থেকে জামিন নিয়ে আমাকে তুলে নেওয়ার হুমকি দিতে শুরু করে। সব থেকে ভয়ংকর বিষয় হচ্ছে ০১৭১৩৬২৮৫৮৮ নম্বর থেকে ফোন ও হোটসঅ্যাপে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে আমাকে বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে। ওই ব্যক্তি আমার বাসার নিচে অবস্থান করে আমাকে অনুসরণ করছেন। আমি কখন কোথায় যাচ্ছি, কী করছি সব আমাকে ফোনে অথবা এসএমএস এর মাধ্যমে জানিয়ে হুমকি দিয়ে বলছে, ‘তোর কত বড় সাহস তুই আমাদের বিরুদ্ধে মামলা করিস, তোকে বারবার মামলা তুলে নিতে বললেও তুই মামলা তুলিস না। মামলা না তুললে তোর খবর আছে। তোর এমন অবস্থা করব দেখি তোকে কে বাঁচায়’। এই ঘটনায় জিডি করা হলেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। প্রসাশন নিরব ভূমিকা পালন করছে।
আরএ/