রাজধানীর বিভিন্ন সড়কে সকাল থেকেই তীব্র যানজট
ছবি: রাবেল আহমেদ
দিন দিন রাজধানীর সড়কগুলোতে যানজট বেড়েই চলেছে। রাস্তা খোঁড়াখুঁড়ি, নানা অবকাঠামো নির্মাণের কারণে প্রতিদিনের চিত্র একইরকম। তার উপর বৃষ্টিতে যানজট বেড়েছে কয়েকগুণ। সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকেই তীব্র যানজট লেগে আছে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কগুলোতে। সকাল থেকেই কখনো ঝুম বৃষ্টি, কখনো টিপটিপ বৃষ্টি। চরম ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী ও শিক্ষার্থীরা।
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই রাজধানীর সড়কগুলোতে যানজটের কারণে দুর্ভোগে পড়েন কর্মজীবী মানুষ।
প্রতি দিনই যানজট বাড়ছে, কমছে না। রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তা খোঁড়াখুঁড়ি, মেট্রোরেল নির্মাণের কাজ ও গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ চলমান থাকায় যানবাহন চলাচলের বিঘ্ন হচ্ছে।
এদিকে, বিমানবন্দর সড়ক, ডিআইটি সড়ক, খিলগাঁও রেলগেট, বাসাবো, মানিকনগর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, গুলিস্তান, ফকিরাপুল, পল্টন, শাহবাগ, কাকরাইল, বাংলামটর, কারওয়ানবাজার, বনানী, মহাখালী, মিরপুর, ফার্মগেট, কাওরান বাজারসহ বিভিন্ন এলাকায় তীব্র যানজট দেখা গেছে।
কারওয়ান বাজারে কথা হয় মুক্তার নামে এক পথচারীর সঙ্গে। এ সময় তিনি বলেন, যানজট হচ্ছে আমাদের প্রতিদিনের সমস্যা। রাজধানীতে থাকতে হলে যানজটকে সঙ্গে নিয়েই থাকতে হবে।
মালিবাগে পথযাত্রী রতন হোসেন বলেন, সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ চলছে কয়েক বছর ধরে। আর যানজট বেড়েছে এই কয়েক বছরেই।
বাংলামটর মোড়ে কথা হয় শান্ত আহমেদের সঙ্গে। তিনি বলেন, এখনও রাজধানীর বিভিন্ন সড়কের পাশে ব্যক্তিগত গাড়ি পার্কিং করে রাখা হচ্ছে। অথচ অধিকাংশ ভবনের ভেতরে সঠিক পার্কিংয়ের ব্যবস্থা নেই। এতেও যানজটের সৃষ্টি হচ্ছে।
উত্তরা থেকে শাহবাগে আসা যাত্রী মামুন রশিদ বলেন, এত যানজট ভালো লাগে না, দিনের অনেকটা সময় রাস্তায় শেষ হচ্ছে। অফিস করতে অনেক কষ্ট হচ্ছে। প্রতিদিন সকাল থেকে একই যুদ্ধ করতে হচ্ছে। যানজটের সঙ্গে যুদ্ধ করতে করতে হাঁপিয়ে উঠেছি।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ট্রাফিক) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মুনিবুর রহমান বলেন, অফিস চলাচলের দিন রাস্তায় একটু যানজট তৈরি হয়। ঢাকার শহরে একেবারে যানজট যাবে না। নতুন কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে তাহলে যানজট কিছুটা নিরসন করা সম্ভব।
কেএম/এসএন