ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযানে ডিএনসিসির জেল-জরিমানা
ভবনে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় নানা ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। জরিমানা ও কারাদণ্ডসহ নানা ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
রবিবার (১১ সেপ্টেম্বর) ডিএনসিসির ১০টি জোনে ম্যাজিস্ট্রেটরা এডিসের লার্ভা নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করেন। এই অভিযান আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
গুলশান-১ এ অভিযান পরিচালনাকারী ডিএনসিসির অঞ্চল-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল বাকি সাংবাদিকদের বলেন, ভবনে জমে থাকা পানিতে লার্ভা আছে কিনা সেটি পরীক্ষা-নিরীক্ষা করছি। কোনো স্থাপনায় লার্ভা পাওয়া গেলে আমরা জেল-জরিমানা করছি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, আজ তিনটি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় আমরা সেখানে জরিমানা করেছি।
ডিএনসিসির অঞ্চল-৩ এর স্বাস্থ্য কর্মকর্তা ডা. আজিজুননেসা বলেন, জমে থাকা পানিতে যদি আমরা কেরোসিন বা নোভালিউরন ঢেলে দেই তবে এডিসের লার্ভা জমে না। নোভালিউরন ট্যাবলেটটা এখন প্রতিটি নার্সারিতে কিনতে পাওয়া যাচ্ছে।
আরইউ/এসজি