শাহবাগে চাকরিপ্রার্থীদের অবরোধ কর্মসূচি, পুলিশের লাঠিপেটা
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগে অবরোধ করলে চাকরিপ্রার্থীদের লাঠিপেটা করে পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকালে শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে।
আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক সাজিদ সেতু বলেন, আজ বিকাল ৪টার দিকে ‘চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম, বাংলাদেশ’ ব্যানারে শাহবাগ মোড়ে আমরা চাকরিপ্রত্যাশীরা আন্দোলন শুরু করি। শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আমাদের বিক্ষোভ সমাবেশ শান্তিপূর্ণভাবে চলতে থাকে। হঠাৎ পুলিশ আমাদের উপর হামলা চালায়।
তিনি আরও বলেন, পুলিশ লাঠিপেটা করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং কয়েকজনকে থানায় নিয়ে যায়। পুলিশ লাঠিচার্জ করে ৮ জনকে আহত করেছে। সোনিয়া ও শাওন নামে দুজনের অবস্থা গুরুতর। কয়েকজনকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।
এদিকে পুলিশ বলছে, শাহবাগ মোড়ে আন্দোলনকারীদের অবস্থানের কারণে চারপাশের রাস্তায় যানজট তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও সেখানে অবস্থান নেয়। পরে বিকাল ৫টার পর তারা সড়ক বন্ধ করে বিক্ষোভ মিছিল করতে থাকে। পুলিশ তাদের বিক্ষোভ মিছিল প্রত্যাহারের অনুরোধ করে। কিন্তু তারা না মানলে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, আন্দোলনকারী সড়ক অবরোধ করে দেয়। তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হলেও একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। আরেকজনের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেএম/এসজি