রাজধানীতে দুর্বৃত্তদের হামলায় নির্মাণ শ্রমিকের মৃত্যু
রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তদের হামলায় মোহাম্মদ বাবু (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে। নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবারের।
নিহত মোহাম্মদ বাবু ভোলার বোরহানউদ্দিন উপজেলার ঝিটকা গ্রামের শরাফ আলীর ছেলে। মোহাম্মদপুরের ঢাকা উদ্যান সি-ব্লকের ৫নং রোডের ওই নির্মাণাধীন ভবনে থাকতেন তিনি।
নিহতের চাচাতো ভাই আয়ুব আলী জানান, মোহাম্মদ বাবু রাজমিস্ত্রির কাজ করতেন। গতকাল বুধবার ঢাকা উদ্যান এলাকায় ঘুরতে গেলে স্থানীয় সন্ত্রাসীরা তাকে মারধর করে এবং সঙ্গে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। আজ বিকাল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
এএইচ/এসজি