হেঁটে স্কুলে যাওয়ার পরিবেশ নিশ্চিতের দাবি
রাজধানীতে হেঁটে স্কুলে যাওয়ার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্ট (ডব্লিউবিবি ট্রাস্ট) ও ধানমন্ডি কচিকণ্ঠ স্কুল।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাজধানীতে এক এক ডিজিটাল ক্যাম্পেইনে এ দাবি জানানো হয়।
ডব্লিউবিবি ট্রাস্টের এক সংবাদ সম্মেলনে বলা হয়, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও জ্বালানি সংকট বর্তমানে একটি বড় চ্যালেঞ্জ। স্কুল ট্রিপের জন্য ব্যক্তিগত গাড়ির ব্যবহার পরিহার করে হেঁটে যাতায়াতের সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হলে জ্বালািন সংকট মোকাবিলায় কার্যকর উদ্যোগ রাখা সম্ভব।
বক্তারা আরও বলেন, জ্বালানি সংকট, দূষণ, যানজটসহ নাগরিক জীবনের বিভিন্ন সমস্যা মোকাবেলায় ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ এবং হাঁটাবান্ধব পরিবেশ তৈরি এখন সময়ের দাবি।
জ্বালানি সাশ্রয়ে ব্যক্তিগত গাড়ির পরিবর্তে হেঁটে বিদ্যালয়ে যাতায়াতে শিক্ষার্থীদের উৎসাহী করার লক্ষে গত ২২ আগস্ট ২০২২, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এবং ধানমন্ডি কচিকন্ঠ স্কুলের সম্মিলিত উদ্যোগে একটি ডিজিটাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
আরইউ/এমএমএ/