প্রকৌশলীদের আরও কর্মঠ হতে হবে : প্রকৌশলী আবদুস সবুর
‘এই বাংলাদেশ পলিমাটি বেষ্টিত। দেশের মাটি, মানুষ ও সম্পদকে ঠিকভাবে কাজে লাগাতে পারলে আমরা ২০৪১ সালের মধ্যেই সমৃদ্ধ, স্বনির্ভর ও উন্নত দেশে পরিণত হব। এখন আমাদের মাতৃভূমি উন্নয়নের মহাযাত্রায়। অব্যহত রাখতে প্রকৌশলীদের আরও বেশি চিন্তা শক্তির অধিকারী ও কর্মঠ হতে হবে। আমাদের আরো গবেষণা করতে হবে’, বলেছেন আইইবির সাবেক প্রেসিডেন্ট ও আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি কমিটির সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর।
তিনি আজ মঙ্গলবার তাদের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র পুরকৌশল কমিটির উদ্যোগে ঢাকার রমনার সদর দফতরে কাউন্সিল হলে ‘নরম মাটি মজবুতিকরণ কৌশল : বিভিন্ন প্রকল্প থেকে শিক্ষা' কর্মশালায় প্রধান অতিথি ছিলেন।
আইইবির সাবেক প্রেসিডেন্ট প্রকৌশলী আবদুস সবুর আরো বলেছেন, ‘আমাদের দেশের প্রকৌশলীরা পদ্মা সেতুকে যে মাটির উপর দাঁড় করিয়ে তৈরি করেছেন, তাদের অনন্য এই অর্জন সারা বিশ্বের রোল মডেল হয়ে দাঁড়িয়ে থাকবে। সারা দুনিয়ার প্রকৗশলীদের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয়ও হয়ে রবে।’
তিনি জানিয়েছেন, ‘টেকসই উন্নয়নের অবকাঠামোগত অর্জনে প্রকৌশলীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বে দুর্বার গতিতে কাজ করে চলেছেন।’
তিনি আশা করেন, ‘আগামী দিনেও আমরা কাজ করে যাব।’
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবির বর্তমান ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী নূরুজ্জামান, সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ. কে. এম. মনির হোসেন পাঠান।
এই সেমিনারে মূল প্রবন্ধ পড়েছেন ট্রান্সপোর্ট ফর নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়ার জিও-টেকনিক্যাল বিভাগের প্রধান প্রকৌশলী প্রবাসী এ. এইচ. এম. কামরুজ্জামান।
আইইবির পুরকৌশল কমিটির চেয়ারম্যান ও বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মুনাজ আহমেদ নূর সভাপতি ছিলেন।
উপস্থাপক ছিলেন প্রকৌশলী অমিত কুমার চক্রবর্তী।
স্বাগত বক্তব্য প্রদান করেছেন আইইবির সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহাদাৎ হোসেন (শীবলু)।
কর্মশালায় আরো অলোচনা করেছেন আইইইবি কেন্দ্রীয় কাউন্সিল ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোর্শেদ, প্রকৌশলী এস. এম. মনজুরুল হক মঞ্জু, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবুল কালাম হাজারী, প্রকৌশলী মো. রনক আহসান, আইইবি ঢাকা সেন্টারের সম্পাদক খায়রুল বাসার, প্রকৌশলী জিকরুল হাসান।
সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলীরা কর্মশালায় অংশগ্রহণ করেছেন।
ওএফএস।