রাজধানীতে স্বস্তির বৃষ্টিতে যানজটে ভোগান্তি
প্রচণ্ড গরমে বৃষ্টি আশা করছিলেন রাজধানীবাসী। অবশেষে সেই স্বস্তির বৃষ্টি দেখা গেল। কিন্তু সেই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও যানজট দেখা গেছে। এতে পথচারীরা ভোগান্তিতে পড়েছেন।
সোমবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে দেখা গেছে অতিরিক্ত বৃষ্টির কারণে জলাবদ্ধতার পাশাপাশি বিভিন্ন রাস্তায় ব্যাপক যানজট লেগে আছে।
বিশেষ করে জলাবদ্ধতা দেখা গেছে, রাজধানীর তেজগাঁও এলাকা, উত্তরা, আজিমপুর, মগবাজার মিরপুরসহ বেশ কিছু এলাকায়। যানজট ও জলজট নিয়ন্ত্রণে সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সদস্যরা ইতোমধ্যে কাজ করছে।
প্রায় এক ঘণ্টার বৃষ্টিতে রাস্তায় প্রচণ্ড যানজট তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন পথচারীরা। কাওরান বাজার এলাকায় কথা হয় মিরপুরের পথচারী আলির সঙ্গে।
তিনি বলেন, রাস্তা মোটামুটি স্বাভাবিক ছিল বৃষ্টির কারণে অনেক সিগন্যাল বন্ধ। এজন্য বেশি যানজট তৈরি হয়েছে। তিনি বলেন, ভারী বৃষ্টির কারণে আমিও ভিজে গেছি।
কারওয়ান বাজার কাঁচাবাজারের সামনে কথা হয় পথচারী হাকিম চাকলাদারের সঙ্গে। এ সময় তিনি বলেন, বৃষ্টি হলেও যানজট আর জলজটে পড়তে হয় আমাদের।
শাহবাগের যাত্রী শিমুল মাহমুদ অভিযোগ করে বলেন, বৃষ্টি হলেই যানজট আর জলজট তৈরি হয় ঢাকার শহরে। একেবারেই ঢাকা অচল শহর হিসেবে পরিণত হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ মোড়ে ডিউটিরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট খায়রুল হোসেন বলেন, বৃষ্টি হলে অনেক লেন বন্ধ হয়ে যায়, চালকেরা যানজট তৈরি করে। এবং অনেক রাস্তায় পানি থাকে একারণে লেন ছোট হয়ে যায় এজন্য মূলত যানজট দেখা যায়।
বাংলামোটরে কথা হয় ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. হান্নানের সঙ্গে। এ সময় তিনি বলেন, আমরা বৃষ্টিতে ভিজে যানজট নিয়ন্ত্রণে সবসময় কাজ করি। কিছু চালকেরা নিজের ইচ্ছায় লেন বন্ধ করে দেয়, যার ফলে যানজট তৈরি হয় এবং ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।
জানতে চাইলে বিজয় স্মরণী মোড় এলাকায় ডিউটিরত ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট বলেন, রাস্তায় বৃষ্টি হলে কিছুটা যার যার তৈরি হয়। বৃষ্টি থেমে গেলে আমরা কাজ করতে পারি এজন্য যানজট কমে যায়।
এ বিষয়ে জানতে চাইলে ট্রাফিক পুলিশের জয়েন্ট কমিশনার মনিবুর রহমান বলেন, রাজধানীতে বৃষ্টি হলে হালকা একটু যানজট তৈরি হয়। কিছু সময় এ যানজট থাকে, পরে রাস্তাঘাট স্বাভাবিক হয়ে যায়।
কেএম/আরএ/