মেয়ে থেকে রক্ষা পেতে মায়ের সংবাদ সম্মেলন!
জায়গা-জমি নিয়ে মেয়ে ও তার স্বামীর সঙ্গে বিরোধের কথা জানিয়ে তাদের বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক বৃদ্ধা। যেকোনো সময় তাদের হত্যা করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে আইনের সহযোগিতা চান তিনি।
রবিবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেন রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ার বাসিন্দা রেহেনা আক্তার।
তিনি বলেন, আজ আমি অসহায় হয়ে আপনাদের মাধ্যমে আইনি সহায়তা চাচ্ছি। আমার মেঝ মেয়ে ও মেয়ের জামাই আমাকে ও বৃদ্ধা স্বামীকে প্রতিনিয়ত আমাদের বসতবাড়িটি তাদের নামে লিখে না দেওয়ার কারণে নেশাগ্রস্ত হয়ে মারধর ও হত্যার হুমকি দিয়ে আসছে। থানায় একাধিকবার এ ঘটনায় জিডি করা হয়েছে। আমরা কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আমার একমাত্র ছেলে ও ছেলের বউকে তারা বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছে।
বৃদ্ধা জানান, তিনি ও তার স্বামীর নামে একটি পাঁচতলা বিশিষ্ট দুই ইউনিটের বিল্ডিং আছে। এ ভবনের প্রথম তলা ও দ্বিতীয় তলার দুটি ফ্ল্যাটে বৃদ্ধা ও তার স্বামী এবং তার ছেলে রিয়াদ ও তার স্ত্রী বসবাস করেন।
তিনি বলেন, পুরো সংসারটা মেয়ে ও তার জামাই তছনছ করে দিচ্ছে। যেকোনো সময় আমাদের হত্যা করতে পারে। তাদের নির্মম অত্যাচারে আজ আমরা দিশেহারা। এ ব্যাপারে আমি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজিসহ সবার সহযোগিতা কামনা করছি। যাতে মাদকাসক্ত জামাই ও মেয়ের হাত থেকে আমাদের পুরো পরিবারটি বাঁচতে পারি।
তিনি বলেন, আমার বড় মেয়ে ফাতেমা আক্তার শিখা স্বামী সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করে। আমার বড় মেয়ে মাঝে মধ্যে বাংলাদেশে এসে আমি ও আমার স্বামীর সার্বিক খোঁজ-খবর নেয়।
অভিযোগ করে তিনি বলেন, আমার মেঝ মেয়ে ফাহমিদা আক্তার সুমি আমার পাশের বাসার নেশাগ্রস্ত ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী, সন্তান ও শাশুড়ি নিয়ে নিজেদের বাসায় বসবাস করে। আমার মেঝ মেয়ে অর্থাৎ ফাহমিদা আক্তার সুমির স্বামী এস. এম জাকি একজন মাদক সেবনকারী, মাদক ব্যবসায়ী ও হস্তী ব্যবসায়ী নামে এলাকায় পরিচিত।
তিনি বলেন, আমি এই ঘটনার সুষ্ঠ তদন্ত চাই এবং পরিবার নিয়ে শান্তিতে বাঁচতে চাই। এজন্য গণমাধ্যম ও আইনের মানুষের কাছে সহযোগিতা কামনা করছি।
কেএম/এএস