‘গাড়ির চেয়ে হাঁটার গতি বেশি রাজধানীতে’
প্রায় প্রতিদিন যানজটের যন্ত্রণায় ভুগছে রাজধানীবাসী। প্রতিদিনের মতো আজও নগরের বিভিন্ন সড়কে ব্যাপক যানজট লেগে আছে সকাল থেকেই। বুধবার (২৪ আগস্ট) সরকারি আধা সরকারি অফিসগুলো নতুন করে নির্ধারণ করা সময় সকাল থেকে শুরু হয়েছে। এ কারণে সকাল থেকেই এ যানজটের চিত্র ছিল চোখে পড়ার মতো।
ঢাকায় বসবাসরত মানুষের অভিযোগ, যানজটরোধে সরকারিভাবেও তেমন কোনো পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে না।
সাধারণ মানুষের অভিযোগ, দিন যত যাচ্ছে, রাজধানীতে যানজট ততই বাড়ছে। একদিকে গরম, অন্যদিকে রাস্তায় বের হলে শব্দ দূষণ আর যানজটের শিকার হতে হচ্ছে। ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে রয়েছে রাস্তার খোঁড়াখুঁড়ি।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর ফার্মগেট, কারওয়ানবাজার, ধানমন্ডি, পুরান ঢাকা, গুলিস্তান, নিউমার্কেট, আজিমপুর, শাহবাগ, মৎস্য ভবন মোড়, হাইকোর্টের মোড়, মালিবাগ, শান্তিনগর, রামপুরা, মেরুল বাড্ডা, উত্তর বাড্ডা, মহাখালী, সাতরাস্তা, মিরপুর, তেজগাঁও সহ বিভিন্ন এলাকা ব্যাপক যানজট লেগে আছে।
ট্রাফিক পুলিশ বলছে, যানজট নিরসনে আমরা কাজ করছি, কিন্তু রাস্তা খোঁড়াখুঁড়ি ও মেট্রো রেলের কাজ চলার কারণে রাস্তায় অতিরিক্ত যানজট তৈরি হচ্ছে।
সাতরাস্তায় কথা হয় গার্মেন্টসে কর্মরত আবুল কালামের সঙ্গে। তিনি বলেন দুই ঘণ্টা ধরে গাড়ির মধ্যে বসে আছি। মগবাজার ফ্লাইওভার ও সাতরাস্তার মোড় পুরাটাই জানজটে পরিপূর্ণ।
প্রেস ক্লাব মোড়ে কথা হয় আসিফ ইসলামের সঙ্গে। তিনি বলেন, রাজধানীতে শব্দ দূষণ আর যানজটের কবলে পড়ে নাকাল আমরা। এ দুর্ভোগ দেখার কেউ নেই! ঢাকায় এভাবে বসবাস করা যায় না, ঢাকা ছেড়ে দিতে হবে।
মিরপুরে যাত্রী নজরুল মিয়া বলেন, অসহনীয় যানজট রাস্তায়, গাড়ির থেকে হাঁটার গতি বেশি। তাই হেঁটেই নিজ গন্তব্যে যাব।
গাবতলীর যাত্রী মিয়া হোসেন বলেন, ঢাকাতে যানজটের কমার কোনো লক্ষণ নেই। সঠিক পরিকল্পনা না নিলে যানজটের শহরে পরিণত হবে ঢাকা। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যানজট কমানোর পদক্ষেপ নিতে হবে অন্যথায় অকেজো হয়ে যাবে ঢাকা।
এদিকে একাধিক ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকার যানজট হলো দৈনন্দিন জীবনের একটি অংশ। এটা চলবে আরও কিছুদিন। যতই দায়িত্ব নিয়ে কাজ করা হোক না কেন সড়কের যানজট থাকবেই। দরকার নতুন পরিকল্পনা।
মহাখালী এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট মনসুর আলী বলেন, এটি রাজধানীর গুরুত্বপূর্ণ একটি রোড, এখানে দিন রাত একটু যানজট থাকে। রেললাইনের সিগন্যাল রয়েছে। তা ছাড়া রাস্তা ছোট এজন্য বেশি যানজট হয়। তবে নতুন পরিকল্পনা না করলে যানজট রোধ করা সম্ভব নয়।
গুলিস্তানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট তৌফিক-ই-ইলাহী বলেন, রাস্তায় যানজট হওয়ার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে মেট্রোরেল, রাস্তা খোঁড়াখুঁড়িসহ বেশ কিছু সমস্যা রয়েছে। আমরা দায়িত্ব নিয়ে যানজট নিরসনে কাজ করে যাচ্ছি। তবে সরকারিভাবে নতুন পরিকল্পনা করা প্রয়োজন, তাহলে অনেকটা যানজট নিয়ন্ত্রণে থাকবে।
কেএম/এসএন