‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ও অনন্য জীবন সংগ্রাম’
‘ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’ সদর দফতর, শহীদ প্রকৌশলী ভবন রমনা, ঢাকায় আইইবি ঢাকা কেন্দ্র এবং ইআরসি’র যৌথ উদ্যোগে আইইবি মিলনায়তনে আজ ২৩ আগষ্ট ২০২২, মঙ্গলবার, স্বাধীন বাংলাদেশের স্থপতি ও মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার স্ত্রী ও পরিবারের প্রায় সব সদস্যকে নির্মমভাবে মেরে ফেলার প্রতিবাদে এবং গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের জীবন ও কর্মের ওপর আলোচনা সভা ও আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়েছে।
প্রধান অতিথি ছিলেন বরেণ্য কৃষি বিজ্ঞানী ও অসাধারণ কৃতি ছাত্র ড. আবদুর রাজ্জাক।
তিনি বলেছেন ‘পশ্চিমবঙ্গ এখনো স্বাধীন নয়। আর আমাদের পদ্মা মেঘনা,যমুনা নদীগুলো বিধৌত বাংলাদেশের মানুষ আগে কখনোই স্বাধীন ও সার্বভৌম ছিলেন না। ১৯৪৭ সালে অনেক কষ্টের বিনিময়ে আমরা পেয়েছিলাম পূর্ব পাকিস্তান। তবে নতুন শোষকের হাতে পড়েছিল বাঙালি। তাদের সবার হাত থেকে থেকে চিরমুক্তি ঘটলো ১৯৭১ সালে। আমাদের স্বাধীনতা সংগ্রামের মহানায়কের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’
তিনি ছিলেন, ‘আপাদমস্তক অসাস্প্রদায়িক।’
“বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিলেন যে মার্কিনি হেনরি কিসিঞ্জার, তিনিও বলেছেন, ‘আমি অনেক প্রেসিডেন্টকে পেয়েছি। বাংলাদেশের জন্মদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এখনো মিস করি’।”
বিশেষ অতিথি ছিলেন আইইবির সাবেক প্রেসিডেন্ট এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কমিটির সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর। তিনি বলেছেন, ‘কৃষি, পানি, বিদ্যুত, যোগাযোগসহ সব বিষয়ের ভবিষ্যত সম্পর্কেও মানুষটি-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবগত ছিলেন।’
প্রধান আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সুপারনিউমেরারি প্রফেসর, বাংলাদেশ ইউনিভাসিটি অব প্রফেশনালস (বিইউপি)’র বঙ্গবন্ধু চেয়ার বিখ্যাত ইতিহাস গবেষক অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।
অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে বাদ দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের আলোচনা করা উচিত নয়। কেননা মোটে আট বছরের এই মেয়েটির জীবন জড়িয়ে গিয়েছিল বঙ্গবন্ধুর ঐতিহাসিক ও অনন্য জীবন সংগ্রামে। তার সঙ্গে একই দিনে একই সময়ে তিনিও চলে গিয়েছেন নির্মমভাবে।’
তিনি বলেছেন, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জানতেন ও জীবন দিয়ে প্রমাণ করেছেন, আন্দোলন ছাড়া কোনো সংগ্রামই সফল হয় না।’
বলেছেন, “মজলুম জননেতা মওলানা ভাসানীর সঙ্গে ছাত্র শিক্ষকের সম্পক ছিল শেখ মুজিবুর রহমানের। আদর করে প্রিয় ছাত্রকে ডাকতেন, ‘মজিবর’।”
জীবন সংগ্রামী বঙ্গবন্ধুর কথা বাংলাদেশের অন্যতম প্রধান ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, ‘বঙ্গবন্ধু সাইকেলে সারা ঢাকা শহর বেড়িয়েছেন। অথচ এখন ছাত্রনেতাদের গাড়ি ও হোন্ডার দেখলে আমার অবাক লাগে।’
বিখ্যাত ইতিহাস গবেষক ও অধ্যাপক আরো বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারেই তার রাজনৈতিক জীবনের প্রায় পুরোটা কাটাতে বাধ্য হয়েছেন। কেননা, তিনি জানতেন, তার দেশকে সংগ্রামের মাধ্যমেই স্বাধীনতা অর্জন করতে হবে।’
এই বিশেষ আলোচনার সভাপতি ছিলেন আইইবির প্রেসিডেন্ট ও রাজউকের সাবেক সভাপতি প্রকৌশলী মো. নূরুল হুদা।
উপস্থাপনা করেছেন সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহাদাৎ হোসেন শীবলু।
আরো আলোচনা করেছেন আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ নূরুজ্জামান, আইইবি ঢাকা কেন্দ্র চেয়ারম্যান প্রকৌশলী মোল্লা মোহাম্মাদ আবুল হোসেন, ইআরসি নির্বাহী ভাইস চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর।
আলোচনা সভায় ছিলেন আইইবির কেন্দ্রীয় কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হোসাইন, খন্দকার মনজুর মোর্শেদ, এস.এম. মনজুরুল হক মঞ্জু, সহকারী সাধারণসম্পাদক প্রতীক কুমার ঘোষ, শেখ তাজুল ইসলাম তুহিন, মো. আবুল কালাম হাজারী, মো. রনক আহসান।
ছিলেন ইআরসি সাধারণ সম্পাদক খান আতাউর রহমান সান্টু।
আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক কাজী খায়রুল বাশার প্রমুখ।
ওএফএস।