পররাষ্ট্রমন্ত্রীকে আইনি নোটিশের জেরে আইনজীবীকে হত্যার হুমকি!
সাম্প্রতিক ‘বিতর্কিত’ বক্তব্যের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেনকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. ইরশাদ হোসেন রাশেদ।
গত ২১ আগস্ট ডাক ও রেজিস্ট্রার যোগে পররাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি এই নোটিশ পাঠান। এরপর থেকে বিভিন্নভাবে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন আইনজীবী রাশেদ।
মঙ্গলবার (২৩ আগস্ট) বিকালে হত্যার হুমকিতে নিরাপত্তা চেয়ে শাহবাগ থানা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাশেদ।
আইনজীবীর সাধারণ ডায়েরির বিষয়ে জানতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার ঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন।
হুমকি বিষয়ে আইনজীবী ইরশাদ হোসেন রাশেদ অভিযোগে (জিডি) উল্লেখ করেন, নোটিশ দেওয়ার পর থেকে দেশ বিদেশের বিভিন্ন নাম্বার থেকে ফোন আসা শুরু করে। সবাই বকাঝকা করছে, হত্যার হুমকি দিচ্ছে। একেকবার একেক নাম্বার দিয়ে ফোন দিয়ে হুমকি দিয়ে যাচ্ছে !পরিচয় না দিলেও ফোন দিয়ে বলা হচ্ছে, সমস্যাটা সমাধান করে ফেল। না হলে কোর্টের সামনেই গুলি করে মেরে ফেলা হবে। এমন বক্তব্যে ঘাবরে যাই। পরে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছি।
রাশেদের পাঠানো নোটিশে বলা হয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আপনি ভারত সরকারকে যে অনুরোধ করেছেন, এটা আপনি করতে পারেন না। কারণ, সংবিধানে বলা হয়েছে, জনগণই সব ক্ষমতার উৎস। আপনি সংবিধানবিরোধী বক্তব্য দিয়েছেন। আপনি মন্ত্রী পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।
এর আগে ১৮ আগস্ট সন্ধ্যায় চট্টগ্রাম শহরের জে এম সেন হলে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশেরই রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। এটি সম্ভব যদি শেখ হাসিনার সরকারকে সমর্থন দেয় ভারত।
কেএম/এমএমএ/