বাসে অর্ধেক ভাড়ার দাবিতে বনানীতে শিক্ষার্থীদের বিক্ষোভ
রাজধানীর বনানীর সড়কে বাসে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার দাবিতে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ১২টা থেকে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করে। পরে মালিকপক্ষের দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেন। আগামী বৃহস্পতিবার মালিকপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা বসে যৌক্তিক ভাড়া নির্ধারণ করবেন। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে আড়াই ঘণ্টা আন্দোলনের পর সড়ক ছেড়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
কলেজের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, গুলশান, বনানী, নতুনবাজার রোডে গুলশান চক্রাকার যে বাসগুলো চলাচল করে তারা শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেয় না। হাফ ভাড়ার দাবিতে আমরা অবস্থান নিয়েছি। দাবি মানা না হলে আমরা আরও জোরালো আন্দোলনে যাব।
তিনি জানান, প্রতিদিন প্রায় হাজার খানেক শিক্ষার্থী যাতায়াত করেন এই পথে। আড়াই কিলোমিটার রাস্তার ভাড়া ৩০ টাকা নেওয়া হচ্ছে। কেন এই অবিচার? আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা প্রতিদিন এত টাকা পাব কোথায়। তার জন্য হাফ ভাড়া ব্যবস্থা হলে কিছুটা রেহাই পাব।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া বলেন, শিক্ষার্থীরা হাফ ভাড়ার দাবিতে সড়কের পাশে অবস্থান করে। পরে পরিবহন মালিকপক্ষের আশ্বাসে তারা সড়ক ছেড়ে দেয়।
আরএ/