রাজধানীতে স্বস্তির বৃষ্টিতে অস্বস্তির যানজট!
হঠাৎ ভারী বৃষ্টির কারণে রাজধানীতে জলাবদ্ধতা ও যানজট সৃষ্টি হয়েছে। রাজধানীর বেশ কয়েকটি এলাকায় এসব চিত্র দেখা গেছে। এদিকে রাজধানীবাসী প্রচণ্ড গরমে স্বস্তির বৃষ্টি আশা করেছিল নগরবাসী। কিন্তু সেই বৃষ্টি তাদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে পথচারীদের অভিযোগ।
সোমবার (২২ আগস্ট) রাজধানীর বিভিন্ন স্থানে দেখা গেছে অতিরিক্ত বৃষ্টির কারণে জলাবদ্ধতার পাশাপাশি রাজধানীর বিভিন্ন রাস্তায় ব্যাপক যানজট লেগে আছে।
যানজট ও জলজট নিয়ন্ত্রণে সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সদস্যরা ইতোমধ্যে কাজ করছে। এ যানজট ও জলাবদ্ধতার কারণে চলাচলরত সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে।
প্রায় এক ঘণ্টার বৃষ্টিতে রাস্তায় প্রচন্ড যানজট তৈরি হয়েছে বলে অভিযোগ করেছে পথচারীরা, কাওরান বাজার এলাকায় কথা হয় মিরপুরের পথচারী সুজন মিয়ার সঙ্গে।
তিনি বলেন, রাস্তা সোমবার (২২ আগস্ট) মোটামুটি স্বাভাবিক ছিল বৃষ্টির কারণে অনেক সিগনাল বন্ধ এজন্য বেশি যানজট তৈরি হয়েছে। তিনি বলেন, ভারী বৃষ্টির কারণে আমিও ভিজে গিয়েছি।
কারওয়ান বাজার কাঁচাবাজারের সামনে কথা হয় পথচারী আব্দুল করিম মিয়ার সঙ্গে সময় তিনি বলেন, বৃষ্টি হলেও যানজট আর জলজটে পড়তে হয় আমাদের।
এ সময় পুরান ঢাকার পথচারী জাকির হোসেন অভিযোগ করে বলেন, আমাদের এলাকার প্রায় সমস্ত রাস্তা খোঁড়াখুঁড়ি করেছে সিটি করপোরেশন। দীর্ঘদিন রাস্তার কাজ চলমান থাকায় বৃষ্টি হলেই আমরা জলজট আর রিকশার যানজটে পড়ে ভোগান্তির শিকার হই।
শাহবাগের যাত্রী খালিদ হোসেন অভিযোগ করে বলেন, বৃষ্টি হলেই যানজট আর জলজট তৈরি হয় ঢাকার শহরে। একেবারেই ঢাকা অচল শহর হিসেবে পরিণত হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ মোড়ে ডিউটিরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট খায়রুল হোসেন বলেন, বৃষ্টি হলে অনেক লেন বন্ধ হয়ে যায়, চালকেরা যানজট তৈরি করে। এবং অনেক রাস্তায় পানি থাকে একারণে লেন ছোট হয়ে যায় এজন্য মূলত যানজট দেখা যায়।
বাংলামোটারে কথা হয় ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. হান্নানের সঙ্গে। এ সময় তিনি বলেন, আমরা বৃষ্টিতে ভিজে যানজট নিয়ন্ত্রণে সবসময় কাজ করি। কিছু চালকেরা নিজের ইচ্ছায় লেন বন্ধ করে দেয়, যার ফলে যানজট তৈরি হয়, এবং ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।
কেএম/এমএমএ/