এখন থেকে ‘নো সেফটি নো ওয়ার্ক’: ডিএনসিসি মেয়র
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, এখন থেকে নো সেফটি নো ওয়ার্ক। আগে নিরাপত্তা নিশ্চিত করবেন, তারপর কাজ শুরু করবেন। কাজ শুধু কাগজে-কলমে নয় বাস্তবেও করতে হবে।
রবিবার (২১ আগস্ট) ডিএনসিসির নগর ভবনে এক আলোচনা সভায় এসব কথা বলেন মেয়র। সভায় ঢাকায় চলমান বিভিন্ন প্রকল্পের পরিচালক, সংস্থা প্রধানরা উপস্থিত ছিলেন।
সভায় প্রকল্পের নির্মাণসামগ্রী পড়ে বার বার দুর্ঘটনায় প্রাণহানি ঘটলেও কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করায় ক্ষোভ প্রকাশ করেন মেয়র।
গত সোমবারের (১৫ আগস্ট) গার্ডার দুর্ঘটনা প্রসঙ্গে ডিএনসিসি মেয়র বলেন, প্রকল্পের গার্ডার পড়ে পাঁচজন নিহত হয়েছেন। ওই ঘটনার পরদিন ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে নিরাপত্তা ব্যবস্থার কিছুই দেখিনি। কবে টনক নড়বে?
বক্তারা চীনের রাষ্ট্রদূতকে তলব করে ঠিকাদারের গাফিলতি সম্পর্কে অবহিত করা ও ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণ নিশ্চিত করার আহ্বান জানান।
বিআরটি, এমআরটি ও ঢাকায় বাস্তবায়নাধীন বড় প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরইউ/এমএমএ/