রমনায় ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
রাজধানীর রমনা মডেল থানা এলাকা থেকে ১২ কেজি গাঁজা ও পিকআপসহ দু’জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ।
শনিবার (২০ আগস্ট) গোয়েন্দা মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম এ সব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (১৯ আগস্ট) রমনা মডেল থানার সেগুনবাগিচা এলাকায় থেকে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা মিরপুর জোনাল টিম।
গ্রেপ্তাররা হলেন— মো. নাগর আলী ও রাকিব। এ সময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা ও একটি পিকআপ জব্দ করা হয়।
মো. সাইফুল ইসলাম বলেন, মহানগরীতে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে আমাদের কাছে সংবাদ আসে রমনা মডেল থানার সেগুনবাগিচা এলাকায় আয়কর বিভাগ কর অঞ্চল-৫ অফিসের সামনে দু’জন মাদক কারবারি একটি পিকআপসহ গাঁজা বিক্রি করার জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে নাগর ও রাকিবকে গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
কেএম/আরএ/