জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
শ্রীকৃষ্ণের জন্মদিন (জন্মাষ্টমী) উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকেশ্বরী মন্দির থেকে শোভা যাত্রা শুরু হয়।
শোভাযাত্রার উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শোভাযাত্রাটি ঢাকেশ্বরী মন্দির থেকে যাত্রা শুরু করে। পরে তা পলাশী বাজার-জগন্নাথ হল-কেন্দ্রীয় শহীদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট-বঙ্গবাজার-ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন-গোলাপ শাহ্ মাজার-গুলিস্তান মোড়-নবাবপুর রোড-রায় সাহেব বাজার মোড়-বাহাদুর শাহ্ পার্ক হয়ে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় হিন্দু সম্প্রদায়ের অসংখ্য মানুষ অংশ নেন। জন্মাষ্টমীর এই শোভাযাত্রাকে কেন্দ্র করে ঢাকেশ্বরী মন্দির থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা চলাকালীন সময়ে বিভিন্ন এলাকার সড়ক বন্ধ ছিল। এ কারণে বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়।
কেএম/এসজি