জন্মাষ্টমী
শোভাযাত্রায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা: ডিএমপি
শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন (জন্মাষ্টমী) উপলক্ষে আজ শুক্রবার (১৯ আগস্ট) বিকাল ৩টার দিকে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, এসময় যানবাহন চলাচলেরও বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার হাফিজ আল আসাদ ঢাকাপ্রকাশ-কে এসব তথ্য নিশ্চিত করেছেন।
উপকমিশনার হাফিজ আল আসাদ বলেন, জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে যে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে, ওই শোভাযাত্রায় যেন কোনো ধরনের আপত্তিকার ঘটনা না ঘটে সেজন্য আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। শোভাযাত্রায় নিরাপত্তার তেমন কোনো হুমকি নেই। তারপরও আমরা শোভাযাত্রা উপলক্ষে কয়েক ধাপে নিরাপত্তা ব্যবস্থা করেছি। শোভাযাত্রার সামনে ও পেছনে আমাদের বিভিন্ন ফোর্স থাকবে সেখানে তারা নিরাপত্তার স্বার্থে কাজ করবে।
এদিকে শোভাযাত্রা উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সই করা এক বিজ্ঞপ্তিতে শোভাযাত্রা চলাকালীন নাগরিকদের পুলিশের নির্দেশিত বিকল্প সড়কে যানবাহন চলাচল করতে অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসী, যানবাহন মালিক ও শ্রমিকদে সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন তিনি।
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা এলাকায় রুট ও যেসব রাস্তায় সড়ক বন্ধ থাকবে। এসব রোড় এড়িয়ে চলুন।
জানা যায়, শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির-পলাশী বাজার-জগন্নাথ হল-কেন্দ্রীয় শহীদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট-বঙ্গবাজার-ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন-গোলাপশাহ্ মাজার-গুলিস্তান মোড়-নবাবপুর রোড-রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ্ পার্ক পর্যন্ত চলবে এই শোভাযাত্রা।
কেএম/এসএন