উত্তরায় নাইট ম্যারাথনে অংশ নিলেন ৩০ জন
সুস্থতার জন্য ম্যারাথন দৌড়। নিজের সুস্থতা ও অন্যদের উদ্বুদ্ধ করতে রাজধানীর উত্তরায় নাইট ম্যারাথন দৌড়ের আয়োজন করেছে উত্তরা রানিং ক্লাব।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত ১০টা থেকে শুরু করে শুক্রবার (১৯ আগস্ট) ভোর ৬টায় শেষ হয় এই ম্যারাথন দৌড়। এতে অংশ নেন বিভিন্ন বয়সী ৩০ জন।
মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা তৈরি করতে উত্তরা রানিং ক্লাবের উদ্যোগে ও উত্তরা কল্যাণ সমিতি সেক্টর ৪ এর সার্বিক সহযোগিতায় এই আয়োজনে ৫০ কিলোমিটার ম্যারাথন দৌড়ে অংশ নেনপ্রতিযোগীরা।
ম্যারাথন দৌড় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ১০ আসনের সংসদ সদস্য মো. শফিউল ইসলাম মহিউদ্দিন। এ ছাড়াও উপস্থিত ছিলেন উত্তরা কল্যাণ সমিতির সেক্টর-৪ এর সিনিয়র সহসভাপতি মো. হারুন-অর-রশিদ, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ সাব্বির আহম্মেদ।
উদ্বোধনের প্রাক্কালে শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, এটি একটি সুন্দর উদ্যোগ। নিজেকে সুস্থ রাখতে শরীরচর্চার কোনো বিকল্প নেই। আর ব্যায়ামের মধ্যে সবচেয়ে ভালো হলো দৌড়। যদি সকালে দৌড়াতে পারেন তাহলে শুধু নিজেই ফিট থাকবেন না বরং বিভিন্ন রকমের রোগের সঙ্গে লড়াই করতে পারবেন। কেউ যদি প্রতিদিন নিয়মিত দৌড়ায়, ফুটবল খেলে, ইয়োগা করে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। আমাদের শারীরিক সুস্থতার জন্য ও মানসিক প্রশান্তির জন্য বেশি বেশি করে দৌড়, খেলাধুলা ও ইয়োগা করা উচিত।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উত্তরা কল্যাণ সমিতি সেক্টর-৪ এর সভাপতি মেজর (অব.) আনিসুর রহমান।
এসএম/এসএন