ডিএনসিসির ১৩ নং ওয়ার্ড কাউন্সিলরসহ ১০ জনের বিরুদ্ধে মামলা
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ১৩ ওয়ার্ড কাউন্সিলর এবং পল্টন থানা আওয়ামী লীগ সভাপতি এনামুল হক আবুল ও তার ভাইসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টা মামলা করা হয়েছে।
মামলাটি করেছেন ওই একই থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিবা আক্তার যুথি। যুথি তার অভিযোগে বলেছেন, আবুল তার লোকজন নিয়ে যুথির বাবা ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনকে মারধর করেছে।
যুথি অভিযোগ করেছেন, গত ১৬ আগস্ট তিনি পল্টন থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পরে মিরন, রানা, রাশেদ ও রায়হান সামাজিক যোগাযোগ মাধ্যমে যুথিকে নিয়ে কুরুচিপূর্ণ বানোয়াট মিথ্যাচার করে আসছিলেন। তার পিতা জসিম উদ্দিন মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে এ নিয়ে শান্তিনগর হোয়াইট হাউস হোটেলে কাউন্সিলর এনামুল হক আবুলের কাছে যান।
সেখানে তিনি মিরন, রানা, রাশেদ ও রায়হানকে পেয়ে তাদেরকে অনুরোধ করেন তার মেয়ে সম্পর্কে কুরুচিপূর্ণ কথাবার্তা না ছড়ানোর। এসময় উল্টো তারা জসিমকে গালাগালি শুরু করে। গালাগাল বন্ধ করার জন্য বললে কাউন্সিলর আবুল, আলী রেজা খান ওরফে ফ্রীডম রানা, এনামুল হক পান্না, নাজমুল হোসাইন মিরন, রাশেদুল আলম, শামছুল আলম সবুজ, শফিউল আজম চৌধুরী শাহিন, মঞ্জুরুল হক, শাহ আলম আরজু এবং এইচ এম রায়হানসহ আরও ৬/৭ জন মিলে জসিমকে এলোপাতাড়ি মারতে শুরু করে।
এক পর্যায়ে তার চিৎকারে আক্রমনকারীরা তাকে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। তিনি বর্তমানে হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্র জানায়, জসিমের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার ব্যাপারে যুথি ১৭ আগস্ট পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ওইদিন রাতে আবুলসহ ১০ জনের নাম উল্লেখ করে যুথি একটি মামলা দায়ের করেন। পল্টন থানার মামলা নম্বর ৪৫।
এদিকে কাউন্সিলর আবুল বলেছেন, তিনি ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি নিয়ে মিরনের সঙ্গে জসিমের হাতাহাতি হয়েছে। তিনি বিষয়টি মিটমাট করার চেষ্টা করেন।
এএইচ/এমএমএ/