উত্তরা দুর্ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় আইপিডি
সম্প্রতি ঢাকার উত্তরায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার চাপা পড়ে মানুষের মৃত্যুর পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সুশাসন নিশ্চিত করতে আহ্বান জানয়েছে ইনস্টিটিউট ফর প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট (আইপিডি)।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) আইপিডি’র নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ঢাকার উত্তরায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার চাপা পড়ে মানুষের মৃত্যুকে সংশ্লিষ্ট ঠিকাদার, পরামর্শক ও প্রকল্প বাস্তবায়নকারি সংস্থাসমূহের অবহেলা, উদাসীনতা ও গাফিলতিজনিত হত্যাকাণ্ড বলে মনে করে আইপিডি।
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে আমাদের স্বাভাবিক জীবনের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য নগরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা যেমন নেই, ঠিক তেমনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের আইনের শাসন ও জবাবদিহিতা নিশ্চিত করবার প্রয়োজনীয় ও অত্যাবশ্যকীয় উদ্যোগগুলো বহুলাংশে অনুপস্থিত। ফলে রাজপথে, ভবনে কিংবা নগরের যেকোনো স্থানে আমাদের নাগরিকদের বেঘোরে প্রাণ হারাতে হচ্ছে।
চট্টগ্রামের বহদ্দারহাটে ২০১২ সালে গার্ডার ধ্বসে ১৩ জন মানুষের মৃত্যুর ঘটনার এক দশক পার হতে চললেও তার কোনো সুষ্ঠূ বিচার হয়নি উল্লেখ করে আইপিডি বলছে, উক্ত ঘটনার সুষ্ঠু বিচার হলে বিআরটি প্রকল্পের অব্যবস্থাপনা ও গাফিলতিজনিত হত্যাকাণ্ড এড়ানো যেত।
বিদ্যমান বাস্তবতায় সাধারণ জনগণ ও নির্মাণশ্রমিকদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে আইপিডি কয়েকটি সুপারিশ দিয়েছে। সুপারিশগুলো হলো-দোষী ঠিকাদার কোম্পানি, পরামর্শক প্রতিষ্ঠান ও প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার সংশ্লিষ্ট দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, হতাহতদের যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার সক্ষমতা বৃদ্ধি ও সংস্থাসমূহের দায়বদ্ধতা নিশ্চিত করা, যোগ্যতাসম্পন্ন ঠিকাদারদের বিবেচনা করবার জন্য প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করা ইত্যাদি।
আরইউ/এমএমএ/