রাজধানীতে গাড়ির ধাক্কায় সিএনজিচালক নিহত
ফাইল ছবি
রাজধানীর বনানীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. শহিদুল ইসলাম (৫০) নামে এক সিএনজিচালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন সিএনজির দুই যাত্রী।
বৃহস্পতিবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে আর্মি স্টেডিয়ামের সামনে এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সিএনজিচালকের মৃত্যু হয়। এ ঘটনায় সিএনজিযাত্রী মালতি রানী ও তার ছেলে বিশ্বজিৎ গুরুতর আহত হন। তারা ঢামেকে চিকিৎসাধীন আছেন।
বনানী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জুবায়দুল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সিএনজিচালক মারা যান। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মালতি রাণীর অবস্থা আশঙ্কাজনক।
তিনি আরও বলেন, সিসি টিভি ফুটেজ দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের বাড়ি যশোর জেলায় ও আহতদের বাড়ি নাটোরে। নিহতের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।
এসজি/