গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, বাকবিতণ্ডা
রাজধানীতে বেশিরভাগ গণপরিবহনে সরকারের নির্ধারিত ভাড়ার থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এতে কন্ডাক্টরের সঙ্গে যাত্রীদের হচ্ছে বাকবিতণ্ডা।
বৃহস্পতিবার (১১ আগস্ট) সরেজমিন রাজধানীর বিভিন্ন সড়কে এমন চিত্র লক্ষ্য করা গেছে।
মিরপুর থেকে সদরঘাটহগামী তানজিল পরিবহনে দেখা যায়, মিরপুর থেকে ফার্মগেট পযর্ন্ত ২০ টাকা, কারওয়ান বাজার ২৫ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। যদিও সরকারের দেওয়া তালিকায় ভাড়া ১৮ টাকা।
এ বিষয়ে রেজা নামে এক যাত্রী বলেন, নির্ধারিত ভাড়া দিলে মানতে চাচ্ছে না বাস কন্ডাক্টর। অতিরিক্ত ভাড়া না দিলে তর্ক করছেন তারা।
এদিকে ফার্মগেট থেকে প্রেসক্লাবের সামনে যাওয়ার সময় অন্যান্য দিনের চেয়ে তুলনামূলক কম বাস চলাচল করতে দেখা গেছে।
মিরপুর চিড়িয়াখানা থেকে সদরঘাটগামী শিকড় পরিবহনের কন্ডাক্টর নিজাম উদ্দিন ঢাকাপ্রকাশ বলেন, প্রতিনিয়ত ভাড়া নিতে গিয়ে ঝগড়া করতে হচ্ছে। তাছাড়া জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় মালিক কর্তৃপক্ষ কয়েকটি বাস চলাচল বন্ধ রেখেছেন।
তিনি বলেন, বাসে উঠে বসা মানে আপনাকে ভাড়া বাবদ সর্বনিম্ন ১০ টাকা দিতে হবে, যদিও আগে কখনো কখনো ফার্মগেট থেকে কারওয়ান ৫ টাকা দিলেই হয়েছে।
মাসুদ নামে গুলিস্তানগামী বিহঙ্গ পরিবহনের এক যাত্রী ঢাকাপ্রকাশ’কে জানান, মিরপুর ১০ থেকে ফার্মগেট আসতে নেওয়া হচ্ছে ২০ টাকা, একই বাসে মিরপুর থেকে গুলিস্থান যেতে ৩৫ টাকা দিতে হচ্ছে। যা সরকারের তালিকার থেকে ৩-৫ টাকা বেশি। এর সঙ্গে যানজটের ভোগান্তি কমল না। মিরপুর থেকে ফার্মগেট আসতে যতক্ষণ সময় লাগে তারচেয়েও বেশি সময় চলে যাচ্ছে ফার্মগেট থেকে কারওয়ান বাজার সিগন্যাল অতিক্রম করতে।
এমএইচ/আরএ/