পেটের টানে ঢাকায় ফিরছে নাড়ির টানে যাওয়া মানুষ
ঈদুর আজহার পর পেটের টানে রাজধানীতে ফিরতে শুরু করেছে নাড়ির টানে গ্রামে ফেরা মানুষ। ঈদের পর দিন গতকাল সোমবার (১১ জুলাই) থেকেই ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মমুখী মানুষ। সেই ধারাবাহিকতায় আজ মঙ্গলবারও (১২ জুলাই) ঢাকায় ফিরেছে শহরবাসী।
সংশ্লিষ্টরা বলছেন গ্রামে ফেরার সময় যেমন একসঙ্গে বেশিরভাগ মানুষ রাজধানী ছেড়েছে, ফেরার সময় ফিরছে আগে-পরে। এমনকি একই পরিবারের মানুষজনও আগে-পরে ঢাকায় ফিরছেন। পরিবারের উপার্জনক্ষম মানুষটি হয়তো পেটের টানে চাকরি–পেশার নিয়ম মেনে ঢাকায় ফিরে আসছেন, কিন্তু পরিবারের অন্যান্যরা যতটা সম্ভব বেশি সময় থাকবেন শিকড় পোঁতা গ্রামের বাড়িতে। তাই তারা ফিরবেন আরও পরে। সবমিলে ঢাকায় ফেরার ক্ষেত্রে চাপ কমই লক্ষ্য করা গেছে।
রাজধানীর গাবতলীতে মঙ্গলবার কথা হয় সেলফি পরিবহনের শওকত আলী ইমনের সঙ্গে। গাবতলী–মানিকগঞ্জ–উথলি–পাটুরিয়া ঘাট রুটে চলা এই গাড়ির সুপারভাইজার ইমন ঢাকাপ্রকাশ-কে বললেন, মানুষজন ফিরছে বেশ ভালই। তাদের অফিস খুলে গেছে। তবে শুক্র–শনিবার পর্যন্ত মানুষ আগে-পরে ঢাকায় আসতে থাকবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু মানুষ পদ্মাসেতু দেখার জন্যেও এখন মাওয়া হয়ে যাচ্ছে। তাই এক–দেড় মাস পরে বোঝা যাবে, এই দিক হয়ে যারা আসা-যাওয়া করতেন, তারা নিয়মিত মাওয়া হয়েই যায় নাকি এইদিক দিয়েই যাবে। তাই পদ্মাসেতু হওয়ার কারণে এই দিকের যাত্রী চাপ কমে কিনা, তা বোঝা যাবে আরও পরে।
গাবতলীতে কর্মরত পুলিশের সার্জেন্ট হুমায়ুন কবির বলেন, আজ ঢাকায় ফেরা গাড়ির চাপ আছে। অবশ্য ছুটির শেষদিন গতকাল গাড়ির চাপ আজকের (১২ জুলাই) চেয়ে বেশি ছিল। তবে মাওয়া হয়ে ঢাকায় ঢোকা গাড়ির চাপ মনেহয় ভালোই। তিনি বলেন, আমার মামাতো ভাই মাওয়া হয়ে এসেছে আজ। সে বললো, ওই দিকে ঢাকামূখী গাড়ির চাপ আছে বেশ।
এই কর্মকর্তা বলেন, এমনিতে ঢাকায় ফেরা মানুষের চাপ মনে হয় কম। কারণ অনেকে তো ফ্যামিলি আনবে না এখন। বাচ্চাদের স্কুল খোলার আগে হয়তো তাদের পরিবার ঢাকায় আসবে।
শ্যামলী এন. আর ট্রাভেলসের গাবতলীর কাউন্টার মাস্টার দীপক চন্দ্র সরকার বলেন, সাধারণ মানুষ এখন ঢাকার বাহিরে যাচ্ছে কম। তবে পর্যটন এলাকা কক্সবাজার, টেকনাফ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কাপ্তাই, বান্দরবানে এখনো প্রচুর দর্শনার্থী যাচ্ছে। আশাকরি ১৭–১৮ জুলাই পর্যন্ত পর্যটক আসা-যাওয়া করবে পর্যটকরা।
হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার মাস্টার ইমরান হোসেন অপুও পর্যটকদের সঙ্গে সাধারণ যাত্রীদের তুলনা করে বলেন, পর্যটন এরিয়ায় এখনো মানুষ যাচ্ছে। তবে উত্তরবঙ্গে রংপুর–কুড়িগ্রাম এলাকায় এখন আর মানুষ যাচ্ছে না। গতকালও গেছে। আজ আর যাচ্ছে না। এখন ফিরতে শুরু করেছে।
সরকারি অফিস খুলে যাওয়ার আগেরদিন গতকালও যাত্রী গেছে–এই বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উত্তরবঙ্গের অনেক মানুষ গার্মেন্টকর্মী। তাদের ছুটি ১৭–১৮ জুলাই পর্যন্ত। তাই এখনই ফিরছেন না তারা।
কেউ কেউ বলছেন, গার্মেন্টকর্মীদের অনেকে ঈদের আগে বাস ভাড়া অনেক বেশি হওয়ায় এবং ঈদের পর তুলনামূলক ভাড়া কম হওয়ায় পরেই গেছেন। কারণ তাদের ছুটিও আছে আরও কয়েকদিন। আর ঈদের পরে গ্রামের উদ্দেশ্যে যাত্রায় ভোগান্তি তুলনামূলক কম, সে কারণেও কেউ কেউ পরে বাড়িতে যান।
এমএ/এএস