আগামীকাল রাজধানীতে চালু হচ্ছে 'ঢাকা নগর পরিবহন'
রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা আনতে আগামীকাল রোববার (২৬ ডিসেম্বর) চালু হচ্ছে 'ঢাকা নগর পরিবহন'। প্রাথমিকভাবে একটি রুটে ৫০টি বাস দিয়ে এ কার্যক্রম শুরু হচ্ছে।
কেরানীগঞ্জের ঘাটারচর থেকে মতিঝিল হয়ে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত চলবে বাসগুলো। পর্যায়ক্রমে রুট ও বাসের সংখ্যা বাড়ানো হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, গণপরিবহনে ভোগান্তি, ইচ্ছে মতো ভাড়া আদায় ও অহেতুক প্রতিযোগিতায় জনসাধারণের প্রাণহানির মতো ঘটনা রোধ করতে, এ ফ্রাঞ্চাইজি সিস্টেমের বাসের কার্যক্রম ফল দেবে। শুধু ২০১৯ সাল থেকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিতে নিবন্ধিত বাসই চলবে নতুন এ রুটে।
৫০টি বাসের মধ্যে বিআরটিসির বাস ৩০টি। বাসগুলো আলাদাভাবে সাজানো হয়েছে। এ ছাড়া ট্রান্স সিলভা পরিবহনের ২০টি বাসও প্রস্তুত রাখা হয়েছে।
মোহাম্মদপুর থেকে দুই ভাগে আসাদগেট ও জিগাতলা হয়ে বাসগুলো পৌঁছাবে শাহবাগে। একই ভাবে দুই ভাগে- ফকিরাপুল কিংবা দৈনিক বাংলায়ও থাকবে স্টপেজ। এভাবে মতিঝিল হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যাত্রীসেবা দিয়ে চিটাগং রোড হয়ে কাঁচপুরে পৌঁছাবে ঢাকা নগর পরিবহন।
১৯ ডিসেম্বর বাস রুট রেশনালাইজেশন কমিটির সভা শেষে কমিটির প্রধান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানান, কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার রুটে সবুজ রঙের বাস দিয়ে চালু হচ্ছে এ সার্ভিস। বিআরটিসির ৩০টি ও ট্রান্স সিলভা পরিবহনের ২০টি বাস নিয়ে প্রাথমিকভাবে এ সার্ভিস চালু হচ্ছে। কিছু দিনের মধ্যে এ রুটে ১০০টি বাস চলাচল করবে বলে জানান মেয়র।
কমিটির সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, প্রথম দিন থেকেই এ রুটের বাসগুলোতে ই-টিকিটিং সিস্টেম চালু করা হবে। আমাদের বাস বে, যাত্রী ছাউনিগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
ডিএনসিসির সাবেক মেয়র আনিসুল হক ২০১৬ সালে ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ছয়টি কোম্পানির অধীনে ঢাকার সব বাস চালুর উদ্যোগ নেন। ছয়টি কোম্পানির বাস ছয় রঙের হবে।
কিন্তু তার মৃত্যুর পর এ উদ্যোগে ভাটা পড়ে। অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে পরীক্ষামূলকভাবে একটি রুটে এ বাস সার্ভিস চালু হতে যাচ্ছে আগামীকাল রোববার।
আরইউ/এসএন