‘গুলশানে হবে বিশ্বের অন্যতম দৃষ্টিনন্দন ডিএনসিসি টাওয়ার’
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, বাংলাদেশি স্থপতিদের ডিজাইনেই গুলশানে নির্মিত হবে বিশ্বের অন্যতম দৃষ্টিনন্দন ‘ঢাকা উত্তর সিভিক সেন্টার ও ডিএনসিসি টাওয়ার’।
রাজধানীর আগারগাঁও এলাকায় আজ বুধবার (১৫ ডিসেম্বর) সকালে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটে আয়োজিত ‘ঢাকা উত্তর সিভিক সেন্টার ও টাওয়ার ডিজাইন’ শীর্ষক উন্মুক্ত নকশা প্রতিযোগীতার চুড়ান্ত ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
৩৯ জন স্থপতি ও স্থাপত্য প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত মডেলগুলোকে জুরী বোর্ডের মাধ্যমে বিচার-বিশ্লেষণ করে ১২ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে ‘ঢাকা উত্তর সিভিক সেন্টার ও টাওয়ার ডিজাইন’ শীর্ষক উন্মুক্ত নকশা প্রতিযোগীতার চুড়ান্ত ফলাফল নির্ধারণ করা হয়েছে।
ডিএনসিসি মেয়র বলেন, জুরী বোর্ডে ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মো. ফরহাদ, ইউনিভার্সিটি অব এশিয়া প্যসিফিকের স্থাপত্য বিভাগের ডিন স্থপতি ড. আবু সাঈদ এম আহমেদ, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের ফেলো সদস্য স্থপতি কাজী এম আরিফ, সদস্য স্থপতি প্যাট্রিক ডি রোজারিও, ২৪তম নির্বাহী পরিষদের সহ-সভাপতি স্থপতি খান মোহাম্মদ মুস্তফা খালীদ।
প্রতিযোগিতায় মো. শরীফ ইউ আহমেদ প্রথম স্থান, স্থপতি শাহ ফুয়াদ মো. সাইরাসের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি টিম দ্বিতীয় স্থান এবং স্থপতি মোহাম্মদ সাইফুজ্জামানের নেতৃত্বাধীন ১৪ সদস্যের একটি টিম তৃতীয় স্থান অর্জন করেছে।
ডিএনসিসি মেয়র স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে বলে এক সময়ের তথাকথিত তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।
মো. আতিকুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অঙ্গনে অসংখ্য বাংলাদেশি স্থপতি সৃজনশীল কাজের মাধ্যমে নিজের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে সুনাম অর্জনের পাশাপাশি দেশের ভাবমূর্তিকেও উজ্জ্বল করেছেন।
এনএইচ/এসআইএইচ/