জঙ্গিবিরোধী সেমিনার নিয়ে ক্যাম্পাসে ফিরল সুচিন্তা
দীর্ঘ দুই বছর পর আবার ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ‘সুচিন্তা’র ‘জাগো তারুণ্য, রুখো জঙ্গিবাদ’ শীর্ষক কার্যক্রম। করোনা পরিস্থিতির কারণে সাময়িকভাবে এ কার্যক্রমটি ক্যাম্পাসে বন্ধ থাকলেও অনলাইনে/ভার্চুয়াল প্লাটফর্মে সচল ছিল।
১১ ডিসেম্বর, ২০২১ বিজয়ের মাসকে উপলক্ষ্য করে ‘জাগো তারুণ্য, রুখো জঙ্গিবাদ’ কার্যক্রমটি মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে আয়োজনের মধ্য দিয়ে ক্যাম্পাসে ফিরল। এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক শিপন মিত্র, সাবেক ছাত্রলীগ ও দারুসসালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান রাসেল, অধ্যাপক মাহবুবুর রহমান প্রমুখ।
শিপন মিত্র এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা কি আমাদের প্রতিবেশীর খবর রাখি? আমাদের পাশের বাসার মানুষটি কেমন আছেন কিংবা আমার এলাকার অন্য মানুষ কেমন আছে? আমরা যদি নিজের দায়িত্ববোধ থেকে পাশের মানুষটি সম্পর্কে অবগত থাকি তাহলে সাম্প্রদায়িকতা কোনোভাবে সুযোগ পাবে না। আমরা পরস্পরের সঙ্গী ও বন্ধু। আমাদের প্রত্যেকের উচিত অন্যের প্রতি সহনশীল ও শ্রদ্ধাশীল মনোভাব পোষণ করা। এ বিষয়টি যদি আমরা পূর্ণাঙ্গরূপে করতে পারি তাহলে জঙ্গিবাদ কোনোভাবে প্রশ্রয় পাবে না।’
অপরদিকে সাজেদুল রহমান রাসেল বলেন, ‘ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। নিজের রাজনৈতিক অবস্থানকে মজবুত করে রাখার জন্য ভুল ও অপব্যাখা দিয়ে ইসলামকে ছোট করা হচ্ছে। কেবল ক্ষমতার লোভে রাজনৈতিকভাবে ইসলামকে ব্যবহারের এ চর্চা নিন্দনীয়।’
মিরপুর কলেজের অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘আমরা চাই বাংলাদেশ জঙ্গিমুক্ত ও সাম্প্রদায়িকতা মুক্ত হোক। রাষ্ট্রের প্রতিটি নাগরিক যেন তার ধর্ম পালনের অধিকার সুনিশ্চিত করতে পারে। এই শিক্ষাটি আমরা শিক্ষার্থীর মাঝে প্রদান করতে চাই। শুধু ‘সুচিন্তা’ কেন, এ বিষয় সম্পর্কে সচেতনতা তৈরি করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। কেননা, রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের তার ধর্ম পালনের অধিকার রয়েছে।’
পরিশেষে, শিক্ষার্থীদের মাঝে প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে ‘জঙ্গিবাদ’ বিষয়ে তাদের মতামত নেওয়া হয়। পর্বটি পরিচালনা করেন আশরাফুল আলম, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আজসারাবেলার সম্পাদক জব্বার হোসেন।
জেডএ/এএন