তিতুমীর কলেজের ফটকে ‘বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার টানালেন শিক্ষার্থীরা
তিতুমীর কলেজের ফটকে ‘বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার টানিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
কয়েক মাস ধরে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন, অবস্থান কর্মসূচিসহ নানা ধরনের ক্ষোভ-বিক্ষোভ দেখিয়ে এবার সরকারি তিতুমীর কলেজের প্রধান ফটকে 'তিতুমীর বিশ্ববিদ্যালয়' লেখা ব্যানার টানিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে কলেজটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে তারা এমন কাজ করেছেন। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন কলেজটির শিক্ষার্থীরা।
এর আগে মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরে তারা মহাখালী-আমতলী সড়ক প্রদক্ষিণ করে আবারও মূল ফটকের সামনে এসে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় “তিতুমীর বিশ্ববিদ্যালয়” নামে ভেতরে ও বাইরে আগের নাম ফলকের ওপর তারা ব্যানার ঝুলিয়ে দেন।
শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় রূপান্তর নিয়ে “দ্বিচারিতা শুরু করেছে” অভিযোগ করে শিক্ষার্থীরা বলেন, “তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের প্রক্রিয়ার মধ্যে তারা আমাদের কেন সাত কলেজের কমিটিতে আমাদের অন্তর্ভুক্ত করল। ছয় কলেজ নিয়ে ওই কমিটি করতে পারত। তারা (শিক্ষা মন্ত্রণালয়) একেক সময় একেক কথা বলছে।”
মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আমান উল্যাহ আলভী বলেন, “এর প্রতিবাদে আমরা সকাল থেকে বিক্ষোভ করি। এরপর কলেজের মূল ফটক ঢেকে দিয়ে তিতুমীর বিশ্ববিদ্যালয় লেখা ব্যানার টানিয়ে দেই। আমরা দ্রুত তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবি জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “এভাবেই জিন্নাহ কলেজের সাইনবোর্ড খুলে লাগানো হয়েছিল তিতুমীর কলেজের নাম। এবার তিতুমীর কলেজ থেকে তিতুমীর বিশ্ববিদ্যালয় করা হলো।”