বুধবার, ২৬ মার্চ ২০২৫ | ১২ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

স্টামফোর্ড ইউনিভার্সিটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

ফাইল ছবি

বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ পদত্যাগ করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মুহাম্মদ আব্দুল মতিনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সংশ্লিষ্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে, স্টামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান পদত্যাগ করেছেন। এ পরিস্থিতিতে ২৪ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। স্বাভাবিক পরিস্থিতি ফিরলে ক্যাম্পাস পুনরায় খুলে দেয়া হবে।

এদিকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর প্রতিবাদ সভার ডাক দিয়েছেন সাধারণ শিক্ষক, ছাত্রছাত্রী ও কর্মচারীরা। শনিবার (২৪ আগষ্ট) দুপুর ১২টায় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শহীদ মিনার চত্বরে এ সভা হবে। এতে সব শিক্ষক, ছাত্রছাত্রী ও কর্মচারীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

Header Ad
Header Ad

চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা  

ছবিঃ সংগৃহীত

চার দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৬ মার্চ) দুপুর ১টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার সফরের বিষয়ে জানা গেছে, ২৬ থেকে ২৯ মার্চ চীন সফর করবেন তিনি। ২৬ মার্চ (বুধবার) দুপুরে চীনের পাঠানো একটি উড়োজাহাজে ঢাকা থেকে রওনা হবেন। ২৭ মার্চ দেশটির হাইনান প্রদেশে আয়োজিত বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) সম্মেলনে যোগ দেবেন ড. ইউনূস। সম্মেলনের উদ্বোধনী প্লেনারি সেশনে বক্তব্য দেবেন তিনি। এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুঝিয়াংয়ের বৈঠক হতে পারে।

২৮ মার্চ বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস। একই দিনে হুয়াওয়ে কোম্পানির উচ্চ-প্রযুক্তিসম্পন্ন এন্টারপ্রাইজ পরিদর্শন করবেন তিনি। ২৯ মার্চ চীনের বিখ্যাত পিকিং বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। পরে বেইজিং থেকে চীনের একটি বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

প্রধান উপদেষ্টার বেইজিং সফরে ছয় থেকে আটটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। পাশাপাশি এ সফরে চারটি ঘোষণা আসতে পারে। যার মধ্যে বেশ কয়েকটি প্রকল্পের অর্থায়নের জন্য বাংলাদেশকে এক থেকে দুই বিলিয়ন ডলার ঋণ সহায়তার ঘোষণা দেবে চীন। এছাড়া মোংলা বন্দরের আধুকিয়ানে অর্থায়নের বিষয়টিও যুক্ত থাকবে।

৩ এপ্রিল থাইল্যান্ড সফরে যাচ্ছেন ড. ইউনূস

আগামী ২ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমসটেকের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগ দিতে আগামী ৩ এপ্রিল ব্যাংককে যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

Header Ad
Header Ad

জাতীয় জীবনে ২৬ মার্চ গৌরব ও অনুপ্রেরণার চিরন্তন উৎস: সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ২৬ মার্চের গুরুত্ব তুলে ধরে বলেছেন, "এ দিনটি বাংলাদেশের জাতীয় জীবনে গৌরব এবং অনুপ্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবে।" মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার (২৬ মার্চ) এক বাণীতে তিনি এই মন্তব্য করেন।

সেনাপ্রধান তার বাণীতে আরও বলেন, “১৯৭১ সালের এই দিনটি আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় মাইলফলক। দেশমাতৃকাকে পাকিস্তানি হানাদার বাহিনীর শৃঙ্খলমুক্ত করার লক্ষ্যে মুক্তিকামী জনগণ সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত হয় আমাদের চূড়ান্ত বিজয়, আর বাংলাদেশ স্থান করে নেয় স্বাধীন দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে। এই কারণে ২৬ মার্চ আজও আমাদের জন্য এক গৌরবময় দিন।”

মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেনাপ্রধান বলেন, “স্বাধীনতা ও জাতীয় দিবসে আমরা স্মরণ করছি সেই সব বীর শহীদদের, যাদের আত্মত্যাগের ফলে আমরা স্বাধীন দেশ পেয়েছি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ সেনাবাহিনী দেশের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জাতীয় দুর্যোগ মোকাবিলা, অবকাঠামোগত উন্নয়ন এবং আন্তর্জাতিক শান্তিরক্ষায় অনন্য ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “স্বাধীনতার পর বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি সুশৃঙ্খল, দক্ষ এবং আধুনিক বাহিনীতে পরিণত হয়েছে। সেনাবাহিনীর আধুনিকায়ন এবং সমর সক্ষমতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিকল্পিতভাবে অত্যাধুনিক সমরাস্ত্র সংযোজন এবং উন্নত প্রশিক্ষণের মাধ্যমে সেনাবাহিনী একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সুপ্রশিক্ষিত এবং সদা প্রস্তুত।”

তিনি যোগ করেন, "বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রয়োজনে যে কোনও দায়িত্ব পালনে প্রস্তুত এবং তার সেবা আগামী দিনেও অব্যাহত থাকবে।"

Header Ad
Header Ad

মিঠাপুকুরে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব, বিপদে কৃষকরা

মিঠাপুকুরে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব। ছবি: সংগৃহীত

রংপুরের মিঠাপুকুর উপজেলায় অবৈধ বালু উত্তোলন এবং কৃষি জমির টপ সয়েল বিক্রির কার্যক্রম দিনদিন বৃদ্ধি পাচ্ছে। অভিযোগ রয়েছে, প্রশাসনের নীরবতায় এই কার্যক্রমটি ব্যাপক আকার ধারণ করেছে এবং প্রায় অর্ধ শতাধিক পয়েন্টে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন চলছে। এছাড়াও কৃষি জমির টপ সয়েল বিক্রির ফলে স্থানীয় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

২০ মার্চ, বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাংনী ইউনিয়নের বেতগাড়া গ্রামে সালামের ঘাট সংলগ্ন এলাকায় গিয়ে দেখা যায়, ঘাঘট নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন স্থানীয় কুরফানের ছেলে রমজান। অবৈধ বালু উত্তোলন সম্পর্কে প্রশ্ন করলে রমজান জানান, তিনি ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, থানা পুলিশ, ইউএনও অফিস, এসিল্যান্ড অফিস এবং ইউনিয়ন ভূমি অফিস থেকে অনুমতি নিয়ে বালু উত্তোলন করছেন। তবে ভাংনী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমরা কাউকে বালু উত্তোলনের অনুমতি দিইনি এবং এই ব্যাপারে আমি কিছু জানি না।”

এছাড়াও কাফ্রিখাল ইউনিয়নের বুজরক তাজপুর এলাকায় শাহ আলম প্রায় তিন মাস ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। মো. আবুল হোসেন নামক এক ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিলেও এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একই ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুরে পুকুর এবং আবাদি জমির মাটি ভেকু দিয়ে কাটার কাজ চলছে, যার ফলে স্থানীয় রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। এছাড়া, চেংমারি ইউনিয়নের কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে কৃষি জমির টপ সয়েল বিক্রির অভিযোগ উঠেছে।

অভিযোগ উঠেছে, প্রশাসনের কর্মকর্তারা এই অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেন না। একাধিক ভুক্তভোগী জানিয়েছেন, প্রশাসনের কাছে অভিযোগ করার পরও অস্থায়ী ব্যবস্থা নেওয়া হয়, এবং কিছুদিন পরেই বালু উত্তোলনকারীরা আবার শুরু করে একই কাজ। ভ্রাম্যমাণ আদালত অভিযানে আসার আগেই বালু ব্যবসায়ীরা স্থান ত্যাগ করেন, কারণ তারা প্রশাসনের কর্মকর্তাদের মাধ্যমে আগে থেকেই খবর পেয়ে যান।

কৃষি বিশেষজ্ঞদের মতে, টপ সয়েল (জমির উৎকৃষ্ট প্রাণ) বিক্রি কৃষকদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই অংশেই জমির প্রাণ শক্তি থাকে, যা কৃষি উৎপাদনে সহায়ক। অথচ, মিঠাপুকুর উপজেলায় প্রশাসনের নীরবতায় টপ সয়েল বিক্রির মহোৎসব চলছে, যা ভবিষ্যতে কৃষি জমির উৎপাদনশীলতা কমিয়ে দিতে পারে।

মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুলতামিস বিল্লাহ জানান, “অভিযোগ পেলেই অবৈধ বালু উত্তোলন বন্ধে আমরা অভিযান পরিচালনা করি।” তবে তিনি স্বীকার করেন, কখনও কখনও অভিযানের খবর বালু উত্তোলনকারীদের কাছে পৌঁছে যায়। তিনি বলেন, “যদি আমার অফিসের কোনো কর্মকর্তা বা কর্মচারী এই কাজে জড়িত থাকেন, তবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ চন্দ্র জানান, “অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলায় অভিযান চলমান রয়েছে। আমরা কাউকে অনুমতি দেইনি। যদি কেউ প্রশাসনের নাম ভাঙিয়ে এমন কাজ করে থাকে, তবে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।”

এছাড়াও ২৪ মার্চ মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের খোর্দ্দ গোপালপুর, এনায়েতপুর, এবং বুজরুক তাজপুর এলাকায় অবৈধ মাটিকাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। অভিযানে ট্রাক্টর, ভ্যান, পাম্প মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় এবং মোবাইল কোর্টের মাধ্যমে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া, অন্যান্য স্পটে নিয়মিত মামলার কার্যক্রম চলমান রয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা  
জাতীয় জীবনে ২৬ মার্চ গৌরব ও অনুপ্রেরণার চিরন্তন উৎস: সেনাপ্রধান
মিঠাপুকুরে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব, বিপদে কৃষকরা
যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ২ কোটি ৫৭ লাখ টাকা টোল আদায়
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট: মির্জা ফখরুল
মীরসরাইয়ে শহীদ মিনারে ১৪৪ ধারা জারি    
গোপন ছবি ফাঁস করে দেওয়ার ভয়ে রাতে ঘুমাতে পারছেন না অভিনেত্রী
দ্বিতীয় স্বাধীনতা যাঁরা বলেন, তাঁরা স্বাধীনতা দিবসকে খাটো করতে চান: মির্জা আব্বাস  
গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের বৈঠক  
জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন  
বাংলাদেশের স্বাধীনতার সাজে সেজেছে গুগল    
এবার ঈদে গান শোনাবেন না মাহফুজুর রহমান  
একাত্তর আর চব্বিশ আলদা কিছু নয়: নাহিদ ইসলাম  
বড় বড় কথা বলা রাফিনিয়াদের মাঠেই চুপ করিয়ে দিলো আলভারেজরা  
শ্রদ্ধার ফুলে বীর সন্তানদের স্মরণ    
ডিএসসিসির রাজস্বে ভাটা, আদায় বাড়াতে ঈদের পর অভিযান
সারজিসের শতাধিক গাড়ির বহর নিয়ে প্রশ্ন তুললেন তাসনিম জারা
ভারতকে কাঁপিয়েও গোল মিসের মহড়ায় ড্রয়ের আফসোস বাংলাদেশের
চুয়াডাঙ্গা শহরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা ২২ হাজার টাকা
এভারকেয়ারে নেওয়া হলো তামিম ইকবালকে