চবিতে চাকরির জন্য সদ্যবিদায়ী ভিসির পা ধরলেন ছাত্রলীগ নেতা!
চাকরির জন্য সদ্যবিদায়ী ভিসির পা ধরলেন ছাত্রলীগ নেতা। ছবি: সংগৃহীত
নিয়োগ নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সদ্যবিদায়ী উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের। এবার নিয়োগ দেওয়ার জন্য উপাচার্যের পা ধরলেন ছাত্রলীগ নেতা।
সোমবার (২৫ মার্চ) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি টিভি চ্যানেলে এই সিসিটিভি ফুটেজ প্রকাশের পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পায়ে পড়া ওই নেতা হলেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ একাকার গ্রুপের নেতা ও বিলুপ্ত কমিটির সহ-সভাপতি মইনুল ইসলাম। তার সঙ্গে ছিলেন ভার্সিটি এক্সপ্রেস গ্রুপের নেতা ও বিলুপ্ত কমিটির সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব।
ফুটেজে দেখা যায়, সদ্য বিদায়ী উপাচার্য শিরীণ আখতার তার চট্টগ্রাম নগরীর লাভ লেনে অবস্থিত বাসার লিফট থেকে বের হচ্ছেন। তিনি বের হওয়ার সঙ্গে সঙ্গেই মইনুল ইসলাম তার পায়ে পড়ে যান। উপাচার্য তাকে উঠতে বলছেন, তখনই মুজিবুর রহমান মুজিব শিরীণ আখতারের পা ধরতে যাচ্ছিলেন। এমন সময় উপাচার্য তাকে সরিয়ে দিয়ে তার গাড়িতে উঠে যান। ছাত্রলীগের এই দুই নেতা শিরীণ আখতারের গাড়ি থামিয়ে কথা বলার চেষ্টা করেন।
ফুটেজে আরও দেখা যায় শিরীণ আখতার তাদের সঙ্গে চিৎকার করতে থাকেন। এক পর্যায়ে পুলিশ ডাকার কথা বলতে থাকেন। গাড়ি ছেড়ে দেওয়ার আগ মুহূর্তে ওই দুই নেতা শিরীণ আখতারের কাছে দুই মিনিট সময় চেয়ে মিনতি করতে থাকেন।
উপাচার্যের পায়ে ধরার বিষেয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মইনুল ইসলাম রাসেল বলেন, নিয়োগ দেওয়ার জন্য আমি উপাচার্যের কাছে যাইনি। মূলত মেরিন সায়েন্সের শিক্ষক নিয়োগ নিয়ে ভিসি অফিস ভাঙচুর এবং ট্রেন অবরোধের ঘটনা নিয়ে আমাদের কয়েকজনের বিরুদ্ধে ওই সময় উনার আমলে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। আমাকে প্রধান দোষী সাব্যস্ত করে তদন্ত কমিটি করা হয়। ওই তদন্ত কমিটি বাদ দেয়ার জন্য আমি ম্যাডামের কাছে গিয়েছিলাম। উনাকে মায়ের মতো অনুনয় বিনয় করেছি।