বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ | ৯ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বুটেক্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, ৮ মার্চ পরীক্ষা

ছবি: সংগৃহীত

 বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) বিভিন্ন অনুষদের অধীনে ১০টি বিভাগে চার বছর মেয়াদী বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাবেরী মজুমদারের স্বাক্ষরিত প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ মার্চ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদন গ্রহণ শুরু হবে ২৮ জানুয়ারি সকাল ১০টায়, যা চলবে ১৯ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদনকারীকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে জিপিএ ৫.০০ এর মধ্যে ন্যূনতম জিপিএ ৪.৫০ সহ গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে ২০ এর মধ্যে সর্বমোট কমপক্ষে ১৮.৫০ গ্রেডিং পয়েন্ট থাকতে হবে। আবেদনকারীকে ৩০০ টাকা ফি প্রদানের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

 

আবেদনের পর লিখিত পরীক্ষার জন্য যোগ্য ৭২০০ জন প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৫ ফেব্রুয়ারি। পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীকে ১০০০ টাকা পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। যোগ্য প্রার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ২৬ ফেব্রুয়ারি হতে ৫ মার্চ পর্যন্ত।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ মার্চ (শুক্রবার) সকাল ৯.৩০ টা হতে ১১.৩০ টা পর্যন্ত। লিখিত পরীক্ষার ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করার সম্ভাব্য তারিখ হলো ২৮ মার্চ। মোট ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যার মধ্যে গণিতে ৬০ নম্বর, পদার্থবিজ্ঞানে ৬০ নম্বর, রসায়নে ৬০ নম্বর এবং ইংরেজি বিষয়ে ২০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মেধা তালিকার ভিত্তিতে প্রথম ৩ হাজার শিক্ষার্থীর মেধাতালিকা প্রকাশ করা হবে। তবে লিখিত পরীক্ষায় ৪০ শতাংশের কম নম্বর প্রাপ্তদের মেধাতালিকা প্রকাশ করা হবে না।

প্রসঙ্গত, এবার মোট ১০টি বিভাগে ৬০০টি আসনে শিক্ষার্থী ভর্তি নেয়া হবে। এর মধ্যে ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগে আসন রয়েছে ৮০টি করে। আর টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল মেশিনারী ডিজাইন অ্যান্ড মেইনটেনেন্স, ডাইজ অ্যান্ড কেমিকেল ইঞ্জিনিয়ারিং এবং এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোতে আসন রয়েছে ৪০টি করে।

আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত তথ্যের জন্য- http://www.butex.edu.bd

 

 

Header Ad
Header Ad

আবারও শৈত্যপ্রবাহের আশঙ্কা, জানা গেল কবে-কোথায় বাড়বে শীত

ফাইল ছবি

গোটা দেশজুড়ে ঘন কুয়াশার কারণে গত কয়েকদিনে তাপমাত্রা অনেকটা কমে গিয়েছে, যার ফলে শীতের অনুভূতি বেড়েছে। এই পরিস্থিতিতে, আগামী ২৪ ঘণ্টায় দেশের কিছু অঞ্চলে দুপুর পর্যন্ত কুয়াশা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমনকি তাপমাত্রা কমে যাওয়ায় শৈত্যপ্রবাহের আভাসও দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, জানুয়ারির বাকি সময়টাতে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। তবে ২৫, ২৬ ও ২৭ জানুয়ারি দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে কিছু এলাকায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তিনি আরো জানান, ২৮ জানুয়ারি থেকে আবার তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া, আগামী দুই দিন (২৪-২৫ জানুয়ারি) সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও কুয়াশার দাপট অব্যাহত থাকবে। তবে, রোববার (২৬ জানুয়ারি) সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং দিনের তাপমাত্রাও কিছুটা হ্রাস পেতে পারে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৬টায় রাজশাহীর বাঘাবাড়ীতে ১০.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা। ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের অনুভূতি অব্যাহত থাকবে।

Header Ad
Header Ad

ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন, ভোট হবে ব্যালটে

ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন, ভোট হবে ব্যালটে। ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ সালের শেষের দিকে বা ২৬ সালের শুরুতে অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ হবে ব্যালটের মাধ্যমে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

ইসি মাছউদ বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে দেশজুড়ে ৩৫ হাজার তথ্য সংগ্রহকারী কাজ করছেন। এ বিষয়ে যারা তথ্য সংগ্রহ করছেন, তাদেরকে আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে, এতে মানুষ সেবা নিতে পারছে না। তাই এ বিষয়ে সবার সহযোগিতা দরকার।’

তিনি আরও বলেন, ‌‌‘সঠিক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি। বর্তমানে আমাদের সম্পূর্ণ মনোযোগ জাতীয় সংসদ নির্বাচনের ওপর।'

সভায় সভাপতিত্ব করেন সিনিয়র নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ নির্বাচনের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন।

সভায় পটুয়াখালী জেলার সব উপজেলার নির্বাচন কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

টাঙ্গাইলে মাদক কারবারি আনোয়ারের স্ত্রীকে গ্রেফতার, স্বামী পলাতক

ছবি : ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের ভূঞাপুরে জনতার ধাওয়া খেয়ে চোলাই মদ অটোরিকশাতে ফেলে রেখে পালিয়ে যাওয়ার একদিনের মধ্যে মাদক কারবারি আনোয়ার হোসেনের স্ত্রী খালেদা বেগমকে (৪০) গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে তাকে টাঙ্গাইল আদালত প্রেরণ করা হয়েছে। এরআগে গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তবে তার স্বামী আনোয়ার এখনো পলাতক রয়েছে বলে জানায় পুলিশ।

গ্রেফতারকৃত মাদক কারবারি খালেদা বেগম ও পলাতক তার স্বামী আনোয়ার হোসেন উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়াপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ স্থানীয়তের বরাতে জানায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদক কারবারি সঙ্গে জড়িত।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান- মাদক, জুয়া, বাল্য বিয়ে ও ইভটিজিং রোধে আমরা জিহাদ ঘোষণা করেছি। তারইধাহিকতায় গত বুধবার সকালে চিতুলিয়াপাড়া এলাকায় স্থানীয় জনতা উদ্বুদ্ধ হয়ে ৩০ লিটার মদ উদ্ধার করে। এ ঘটনায় মাদক কারবারি খালেদা ও তার স্বামী আনোয়ার পালিয়ে যায়। পুড়িয়ে দেয় অটোরিকশা।

তিনি আরও জানান, এরপর ঘটনার দিন বুধবার রাতে অভিযান চালিয়ে মাদক কারবারি খালেদাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে তাকে আদালতে পাঠানো হয়। এছাড়া তার স্বামীকেও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত বুধবার ২২ জানুয়ারি সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়াপাড়া গ্রামের একটি মসজিদের সামনে থেকে অটোরিকশা থেকে ১০ ব্যাগ চোলাই মদ উদ্ধার করে জনতা। পরে মাদক কারবারি স্বামী-স্ত্রী পালিয়ে যায় এবং অটোরিকশা আগুনে পুড়িয়ে দেন বিক্ষুব্ধ জনতা।

এ ঘটনায় স্থানীয়রা ভূঞাপুর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে জনতার হাতে উদ্ধার ৩০ লিটার দেশিয় বাংলা চোলাই মদ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তাদেরকে গ্রেফতার করার জন্য অভিযান চালায় পুলিশ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আবারও শৈত্যপ্রবাহের আশঙ্কা, জানা গেল কবে-কোথায় বাড়বে শীত
ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন, ভোট হবে ব্যালটে
টাঙ্গাইলে মাদক কারবারি আনোয়ারের স্ত্রীকে গ্রেফতার, স্বামী পলাতক
টাঙ্গাইলে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, লেবু বাগানে মিলল মরদেহ
শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই পাওয়া যাচ্ছে খোলাবাজারে!
ফেব্রুয়ারিতে বিজিবি-বিএসএফ শীর্ষ পর্যায়ের বৈঠক  
ইবিতে বাস ভাঙচুরে বাধা দেওয়ায় শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয়কদের হাতাহাতি
হলিউডে অভিনয় করার বিষয়ে যা বললেন জায়েদ খান
১৬ বছর পর কারামুক্ত বিডিআরের ১৬৮ সদস্য
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মশিউর গ্রেপ্তার
এবার ইলিয়াসের লাইভে আসছেন কর্নেল রাশেদ চৌধুরী, জানাবেন অজানা তথ্য
অন্তর্বর্তী সরকারের সংস্কার ১০ বছরেও শেষ হবেনা: মির্জা ফখরুল
ভারতে স্ত্রীকে হত্যার পর প্রেসার কুকারে রান্না করলেন সাবেক সৈনিক
ফিদা হুসেনের চিত্রকর্ম জব্দের নির্দেশ  
মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশি গ্রেপ্তার  
রমজানের খেজুর ও ছোলা কিনতে হিমশিম খেতে পারে সাধারণ মানুষ  
চুরির টাকা ফেরাতে বিদেশি বন্ধুদের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা  
পণ্যের দাম বাড়লে অধিকাংশ মানুষ ধরে নেয়, দেশটা ভালো নেই: হাসনাত  
ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে: জয়শঙ্কর  
এবার মালয়েশিয়ার নম্বর থেকে আসলো হুমকি বার্তা