বাস থেকে লাফিয়ে রক্ষা পেলেন ৭০ শিক্ষার্থী
ছবি: সংগৃহীত
কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ থেকে ভিক্টোরিয়া কলেজের ৭০ জন শিক্ষার্থী নিয়ে কলেজে যাচ্ছিল সুগন্ধা বাস। বাসটি বুড়িচং উপজেলার দেবপুর বাজারে এসে দুর্ঘটনার কবলে পড়ে আগুন লেগে যায়। পরে আগুন থেকে বাঁচতে কলেজের ৭০ জন শিক্ষার্থী আতঙ্কে জানালা দিয়ে লাফ দেয়।
বুধবার (৩ জানুয়ারি) সকালে বুড়িচং উপজেলার দেবপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে দেখা যায়, বাসের জানালা দিয়ে লাফ দিয়ে নামছেন ছাত্রীরা। বাসের সামনের গ্লাস ভাঙ্গা। এ সময় উপস্থিত অনেককে বলতে শোনা যায়, বাসের চালক আটকে আছে, তাকে বের কর। তোমরা কেউ লাফা দিও না। বাসে আগুন ধরবে না।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি ব্রেক ফেল করে একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে বাসের ইঞ্জিনে আগুন ধরে যায়। পরে শিক্ষার্থীরা অনেকে আতঙ্গে জানালা দিয়ে লাফ দেয়। দুর্ঘটনায় বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
সুগন্ধা বাস মালিক মো. সালাউদ্দিন বিপ্লব বলেন, বাসের চালকের পা কেটে গেছে। আর ছাত্র-ছাত্রীদের তেমন কোনো ক্ষতি হয়নি। কেউ আহত হয়নি।