সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষক সমিতি
ইফতেখার আহমেদ ফাগুন
২৫ জানুয়ারি হবার কথা থাকলেও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন হয়েছে বৃহস্পতিবার।
২০২২ সালের কাযনিবার্হি পদে পুরো প্যানেলে বিজয়ী হয়েছেন গণতান্ত্রিক শিক্ষক পরিষদ।
তারা বিশ্ববিদ্যালয়টিতে আওয়ামী লীগের মতাদর্শে বিশ্বাসী।
বিপক্ষে অন্য কোনো প্যানেল বা শিক্ষক প্রতিদ্বদ্বীতা না করায় পুরো প্যানেলটি বিনা প্রতিদ্বদ্বীতায় বিজয়ী হয়েছে।
সভাপতি হয়েছেন অ্যাপিডেমিওলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ।
সাধারণ সম্পাদক মৎস্যস্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম এম মাহবুব আলম।
কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম সহ-সভাপতি, মৎস্যপ্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবু জাফর বেপারী কোষাধ্যক্ষ, গ্রামীণ সমাজবিজ্ঞান ও উন্নয়নের সহকারী অধ্যাপক মো. নাজমুল আলম টিপু যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিতে সদস্য নির্বাচিত হয়েছেন কৃষিতত্ব ও হাওর কৃষির অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, এগ্রিকালচার অ্যান্ড এনভায়মেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ড. মো. আলতাফ হোসেন, সার্জারি অ্যান্ড থেরিওজেনোলজির সহযোগী অধ্যাপক ড. অনিমেষচন্দ্র রায়, কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞানের সহযোগী অধ্যাপক ড. রানা রায়, মৌলিক বিজ্ঞান ও ভাষার সহকারী অধ্যাপক রাহুল ভট্টাচার্য্য, অ্যানিমেল অ্যান্ড ফিশ বায়োটেকনোলজির সহকারী অধ্যাপক দিলরুবা আফরীন।
ওএস