‘চলচ্চিত্রকে জীবনের সঙ্গে সম্পৃক্ত করতে আরও গবেষণা প্রয়োজন’
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেছেন, চলচ্চিত্রকে জীবনের সঙ্গে সম্পৃক্ত করার জন্য বেশি গবেষণা করতে হবে। চলচ্চিত্র থেকে মানুষ যাতে মুখ ফিরিয়ে না নেয়, তাকে আরও বেশি চলচ্চিত্রমুখী করতে হবে। জীবন ও চলচ্চিত্রকে কখনো বিচ্ছিন্ন করা যাবে না। এটাকে সম্পৃক্ত রাখতে হবে।
সোমবার (৩ এপ্রিল) জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চলচ্চিত্র ধারণার প্রেক্ষাপট তুলে ধরে উপাচার্য বলেন, আমাদের জীবনের যে শাশ্বত মূল্যবোধ, এই মূল্যবোধ চলচ্চিত্র ধারণ করে। চলচ্চিত্রে মধ্য দিয়ে জীবনের যে বার্তা দেওয়া হয় তার কিন্তু কোনো পরিবর্তন হয় না। এই চলচ্চিত্র কী করে পাল্টাল, মানুষের জীবনের সঙ্গে এটার সংগতি আমরা কী করে রক্ষা করতে পারি এ সবকিছুই আজকে চিন্তা করার বিষয়।
তিনি আরও বলেন, চলচ্চিত্রকে জীবনের সঙ্গে সম্পৃক্ত করার জন্য ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজের সঙ্গে যারা যুক্ত তাদেরকে আরও বেশি গবেষণায় যুক্ত হতে হবে। এক্ষেত্রে আমাদের গুণের দিকে গুরুত্ব দিতে হবে পরিমাণকে নয়।
বিভাগের প্রধান ড. তুহিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট আবৃত্তি ও অভিনয় শিল্পী ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়, চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুশাররাত শবনম। স্বাগত বক্তব্য দেন কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর।
এসজি