নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত গবেষণা মেলা
শিক্ষা, গবেষণা ও উন্নয়ন-এই মটোকে ধারণ করে এগিয়ে যাওয়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো দুই দিনব্যাপী গবেষণা মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) রাত ৯.০০ টায় বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এই গবেষণা মেলার সমাপ্তি ঘোষণা করা হয়৷
মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের শিক্ষক ও গবেষকদের প্রকাশিত প্রবন্ধ, গ্রন্থ, জার্নাল, গবেষণা প্রকল্প, উদ্ভাবন, গবেষণা ও প্রকাশনা তুলে ধরা হয়। মেলায় আসা দর্শনার্থীসহ অংশগ্রহণকারী অন্যান্যদের সংশ্লিষ্ট ওই বিভাগ/দপ্তর/ইন্সটিটিউটের কার্যক্রম সম্পর্কে অবহিত করতে অংশগ্রহণকারী প্রতিটি বিভাগ/দপ্তর/ইন্সটিটিউটকে তাদের কার্যক্রম নিয়ে ১০ মিনিট করে একটি ব্রিফিংয়ের সুযোগ দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর প্রতিদিনই একাধিকবার গবেষণা মেলা প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং স্টলে অবস্থানরত শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জ্ঞানসৃষ্টির জন্য গবেষণার কোনো বিকল্প নেই। বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পার্থক্যই হলো জ্ঞান সৃষ্টির জায়গায়। বিশ্ববিদ্যালয়ের কাজই হলো নতুন নতুন জ্ঞান সৃষ্টি করে তা বিতরণ করা এবং নতুন জ্ঞানের ব্যবহার নিশ্চত করা।
এই গবেষণা মেলা একদিকে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণার প্রতি আকৃষ্ট করবে অপরদিকে শিক্ষার্থীদেরও। প্রথমবারের মতো এই মেলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সবার মধ্যেই গবেষণার প্রতি যে আগ্রহ দেখেছি তা সত্যিই আশাব্যাঞ্জক। আগামীতে আমরা আরও বড় পরিসরে এই মেলার আয়োজন করব এবং প্রতি বছরই আয়োজন করব।
এর আগে সোমবার (২০ মার্চ) প্রথমবারের মতো আয়োজিত এই গবেষণা মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন ঘোষণা করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এম.পি.।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী একটি বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাকে উৎসাহিত করছেন। আমাদের লক্ষ্য, গবেষণা হবে গণমুখী সে উদ্দেশ্যকে বাস্তবে রূপদান করেছে নজরুল বিশ্ববিদ্যালয়।
খুব অল্প সময় আগে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা হলেও কাজের মধ্যদিয়ে, জ্ঞানের মধ্য দিয়ে, গবষেণা এবং উদ্ভাবনের মধ্যদিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পেরিয়ে বিশ্বজয় করবে, বিশ্বে বাংলাদেশের সুনাম মর্যাদাকে সমৃদ্ধ করবে এটি আমরা প্রত্যাশা করি।
প্রথম গবেষণা মেলা ২০২৩ এর আয়োজক কমিটির সভাপতি ও গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ড. শেখ মেহেদী হাসান বলেন, 'শিক্ষা, গবেষণা ও উন্নয়ন' মটো বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্র কর্তৃক আয়োজিত প্রথম গবেষণা মেলা ২০২৩ একটি যুগান্তকারী পদক্ষেপ।
এই মেলায় প্রদর্শিত গবেষণাকর্ম দেখে ছাত্রছাত্রী, নবীন গবেষক, এমনকি যেসব শিক্ষক গবেষণায় একটু পিছিয়ে আছেন তাঁরা সবাই গবেষণায় আগ্রহী হয়ে উঠবেন। দুইদিনব্যাপী অনুষ্ঠিত এই মেলা সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে কার্যকর 'ইম্প্যাক্ট' ফেলবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
এএজেড