বঙ্গবন্ধু হলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নজরুল বিশ্ববিদ্যালয় মাতাবে 'জলের গান'
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) বঙ্গবন্ধু হলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে ক্যাম্পাস মাতাবে জনপ্রিয় ব্যান্ড দল 'জলের গান'। সোমবার (২০ মার্চ) সন্ধ্যায় এ ব্যান্ড বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবে। এদিন রাতেই বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাষ্কর্য চত্বরে গান পরিবেশনা করবে ব্যান্ডের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মাসুম হাওলাদার।
তিনি বলেন, বঙ্গবন্ধু হলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন ক্যাম্পাসে আসবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এম.পি। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতাবে জলের গান।
আবাসিক শিক্ষক তারিফুল ইসলাম বলেন, কোক স্টুডিও বাংলায় গান গাওয়া নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কানিজ খন্দকার মিতু ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা গান, নাচ সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিবেশন করবে। এ উপলক্ষে একটি স্মরণিকাও বের করছে বঙ্গবন্ধু হল।
উল্লেখ্য, নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল উদ্বোধন করা হয় ২০২২ সালের ২০ জানুয়ারি। এই হলে মোট ১২৮০ জন শিক্ষার্থী থাকেন।
এএজেড