ববিতে বিষয়ভিত্তিক সরস্বতী পূজায় 'ইংরেজী' বিভাগ প্রথম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে বিষয়ভিত্তিক থিমের উপর ভিত্তি করে নির্মিত প্রতিমায় সরস্বতী পূজা সম্পন্ন হয়েছে। এতে প্রথম পুরস্কার বিজয়ী হয়েছে ইংরেজী বিভাগ। বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) বিকাল ৪টায় মুক্তমঞ্চ প্রাঙ্গণে এ ফলাফল ঘোষণা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. ছাদেকুল আরেফিন।
প্রথমবারের মত পৃথকভাবে আয়োজিত পূজায় অংশগ্রহণ করে ৯টি বিভাগ: ইংরেজী, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, বাংলা, সমাজবিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান এবং ব্যবস্থাপনা বিভাগ। এর মধ্যে প্রথম স্থান অর্জন করে ইংরেজী বিভাগ যাদের থিম ছিলো নারী জাগরণ এবং চেতনা ভিত্তিক। এছাড়া দ্বিতীয় স্থান অর্জন করে গণিত বিভাগ এবং তৃতীয় হয় সমাজবিজ্ঞান বিভাগ।
সকালে সরস্বতী পূজার শুভেচ্ছা বিনময় এবং পূজামন্ডপ পরিদর্শন করেন ববি উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন, কোষাধ্যক্ষ প্রফেসর ড. বদরুজ্জামান ভূইঞাঁ, প্রক্টর ড.মো. খোরশেদ আলম, ডীন প্রফেসর ড. মু. মুহসীন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মো. আরিফ হোসেন, ইংরেজী বিভাগের চেয়ারম্যান প্রফেসর ইয়াসিফ আহমেদ ফয়সালসহ অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ। পূজাপর্ব এবং প্রসাদ বিতরণী অনুষ্ঠান শেষে বিকেলে মুক্তমঞ্চ প্রাঙ্গণে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
এএজেড