টিএসসিতে কাওয়ালি গানের অনুষ্ঠানে হামলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কাওয়ালি গানের এক অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।
হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী রায়া জাহানসহ অন্তত আটজন আহত হয়েছে বলে জানা গেছে।
এই হামলার জন্য বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছে আয়োজকরা। তবে ছাত্রলীগ এই অভিযোগ অস্বীকার করেছে।
সন্ধ্যা ৬টায় টিএসসির পায়রা চত্বরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাওয়ালি ব্যান্ড ‘সিলসিলা’ এবং একদল শিক্ষার্থীর যৌথ উদ্যোগে গানের অনুষ্ঠান আয়োজন করা হয়, যা রাত ৯টা পর্যন্ত চলার কথা ছিল।
কাওয়ালি গানের অনুষ্ঠানে মুর্শিদি-ভাণ্ডারী ধারার সংগীত শিল্পী শেখ ফাহিম ফয়সাল, মূল কাওয়াল দল হিসেবে ঢাকার বিখ্যাত কাওয়াল নাদিম এহতেশাম রেজা খাঁ ও তার দল এবং ‘সিলসিলা’ ব্যান্ডের লুৎফর রহমান ও খালিদ হাসান আবিদের গান গাওয়ার কথা ছিল। অনুষ্ঠান শুরু হওয়ার পরপরই সেখানে কিছু যুবক লাঠিসোঁটা নিয়ে অনুষ্ঠানে হামলা চালায় তাতে চেয়ার ভাঙচুর করে মঞ্চ। সেখানে ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক নাজির আহমেদ, সূর্য সেন হল ছাত্রলীগের কার্যনির্বাহী সাব্বির হোসাইন শোভন, জহুরুল হক হল ছাত্রলীগের কর্মী ফরিদ জামানসহ ছাত্রলীগের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী ছিল বলে জানাগেছে।
হামলার ঘটনা জানতে ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক নাজির আহমেদ এর মোবাইলে একাধিকার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার জবাব পাওয়া যায়নি।
এসএম/এমএমএ/