ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শতবর্ষের মিলনমেলা স্থগিত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শতবর্ষের মিলনমেলা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
সোমবার (৯ জানুয়ারি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯)-এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি, চলাচলে বিধি-নিষেধ আরোপের কারণে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪ ও ১৫ জানুয়ারি ‘শতবর্ষের মিলনমেলা’ অনুষ্ঠানটি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী তারিখ সদস্যদের জানিয়ে দেওয়া হবে।
অনুষ্ঠানটি সাময়িকভাবে স্থগিত হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন মহাসচিব রঞ্জন কর্মকার ও সভাপতি এ কে আজাদ।
এসএম/এমএমএ/