ফাহিমা ও প্রজ্ঞা প্রভাষক হিসেবে যোগ দিলেন
লেখা ও ছবি : সায়ন্তনী রাখী, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
বরিশাল বিশ্ববিদ্যালয় তার ইংরেজি বিভাগে প্রথম ও দ্বিতীয় ব্যাচের প্রথম শ্রেণীতে প্রথম ছাত্রী ফাহিমা ইয়াসমিন ও প্রজ্ঞা পারমিতা বোসকে প্রভাষক পদে নিয়োগ দিয়েছে। ফলে ছাত্র, ছাত্রীদের পাশ করার পর অধ্যাপক হিসেবে নিজের বিশ্ববিদ্যালয়ে মেধা ও যোগ্যতার বলে যোগদান শুরু হলো এখানে।
বরিশালেরই মেয়ে প্রথম ব্যাচের ছাত্রী ফাহিমা। তিনি বরিশাল শহরের রূপাতলী বাস টার্মিনাল এলাকার মেয়ে। লেখাপড়া করেছেন নোয়াখালীর ফেনীতে। অত্যন্ত মেধাবী এই মেয়েটি ক্যাডেট কলেজের ছাত্রী। তিনি ফেনী গার্লস ক্যাডেট কলেজে পড়েছেন।
২০১১-’১২ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছেন ইংরেজি বিভাগে। নিয়মিত সেশনজট ছাড়া পড়ালেখা করেছেন তারা। ২০১৫-’১৬ শিক্ষাবর্ষে অনার্স ও পরের বছর মাস্টার্স করেছেন ফাহিমা প্রথম শ্রেণীতে প্রথম হয়ে।
বরিশাল ক্যাডেট কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ছিলেন তিনি।
প্রজ্ঞা পারমিতা বোস পরের শিক্ষাবর্ষ ২০১২-’১৩ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছেন ইংরেজিতে। ২০১৭-’১৮ সেশনে মাস্টার্স।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিউপি)তে তিনি পার্ট-টাইম লেকচারার পদে চাকরি করেছেন ইংরেজি বিভাগে।
উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন মাতিন তার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে ছাত্রীদের কর্মজীবন শুরু করায় শুভেচ্ছা জানিয়েছেন ও তাদের ভবিষ্যত জীবনের সাফল্য কামনা করেছেন।
তারা দুজনেই আজ ৫ জুলাই শিক্ষক হিসেবে নিয়োগপত্র গ্রহণ করেছেন।
প্রথম ব্যাচের ছাত্রী প্রভাষক ফাহিমা ইয়াসমিন অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেছেন এই প্রতিবেদক ও বিশ্ববিদ্যালয়ের অন্যতম ছাত্রী সাংবাদিক সায়ন্তনী রাখীকে, ‘আমরা খুব খুশি। ব্যক্তিগতভাবে আমি আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করছি।’
তিনি জানিয়েছেন, ‘নিজের বিশ্ববিদ্যালয়ের নিজের বিভাগে কর্মজীবন শুরু করার স্বপ্ন আমি দেখেছি। এই সাফল্য অর্জিত হয়েছে। আমার বাবা, মা, ভাই, বোন, আত্মীয় স্বজন ও জীবনের সকল পর্যায়ের শিক্ষকদের বিশেষত আমাদের ক্যাম্পাসের ইংরেজি বিভাগের অধ্যাপকদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যাদের সঠিক দিক নিদেশনায় আজকের এই জীবন শুরু করলাম।’
প্রভাষক ফাহিমা ইয়াসমিন প্রজ্ঞা পারমিতা বোসের মতো জানিয়েছেন, ‘আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজিসহ সব বিভাগের ছাত্র, ছাত্রীরা যেন ভালোভাবে মানুষ হতে পারে, ভালোভাবে কর্মজীবন শুরু করতে পারে ও তাদের উচ্চতর শিক্ষা এবং গবেষণাসহ কর্মজীবন ভালো হয়, সেজন্য আমরা পাঠদান, গবেষণা ও ক্যারিয়ার কাউন্সিলিং করব।’
ওএস।