নানা আয়োজনে হলো রুয়েটের ‘রোবট্রোনিক্স মেলা ২.০’
লেখা ও ছবি : মাহমুদুল হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)’র মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে দুইদিনের ‘রোবট্রোনিক্স ২.০’ মেলা হয়ে গেল।
প্রথমদিন প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভিসি ও চিফ প্যাট্রন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম শেখ মেলার উদ্বোধন করেছেন।
বিশেষ অতিথি ছিলেন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমদাদুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাইটেক পার্ক, রাজশাহীর ডেপুটি সেক্রেটারি এ. কে. এ. এম. ফজলুল হক, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সজল কুমার দাস।
মেলার টাইটেল স্পন্সর নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। ম্যানেজিং ডিরেক্টর ও সিইও কৃষিবিদ কে. বি. ডি. মো. আমিনুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন।
ছিলেন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকরা ও বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী।
‘পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকেও প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে। এ যাত্রায় শামিল হতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকাট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজন করেছে রোবট্রিক্স মেলা ২.০’, বলেছেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সজল কুমার দাস।
মেলার ৭টি ইভেন্টে অংশগ্রহণ করেছে ২৪টি বিশ্ববিদ্যালয় ও ৭টি কলেজ। মোট ২৪০ জন ছাত্র, ছাত্রী প্রতিযোগী ছিলেন।
রোবোট্রনিক ২.০’র মূল ইভেন্ট ছিল ‘মাড রোভার’, ‘রোবো রেসলিং’, ‘স্পিড ব্যাটেল’, ‘প্রজেক্ট শোকেসিং’, ‘ক্যাড ডিজাইন’ ও ‘পোস্টার প্রেজেন্টেশন’।
প্রতিযোগীরা ব্যক্তিগত ও দলগতভাবে ইভেন্টগুলোতে অংশ নিয়েছেন।
মেকাট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও রোবোট্রনিক্স ২.০’র অর্গানাইজিং চেয়ার অধ্যাপক মো. রবিউল ইসলাম বলেছেন, ‘মেলাটি সফলভাবে সম্পন্ন করেছে রুয়েট। এ আয়োজন একটি মাইলফলক হয়ে থাকবে।’
৩০ জুন বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানে শেষ হয় রোবোট্রনিক ২.০’ র সকল আয়োজন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের এমেরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক, ‘রোবট্রনিকস ২.০’র চিফ প্যাট্রন ও রুয়েটের উপাচার্য অধ্যাপক মো. রফিকুল ইসলাম শেখ।
আরো ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. মো. সেলিম হোসেন ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আউয়াল।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন ‘রোবোট্রনিকস ২.০’র অর্গানাইজিং সেক্রেটারি ও রুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের প্রভাষক মো. ফাইসাল রহমান বাদল।
উপস্থিত সব অতিথি এ উদ্যোগকে সাধুবাদ জানান। ভবিষ্যতেও যেন এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বজায় রাখেন, সেদিকে জোরারোপ করেন তারা।
এই দিন শিক্ষার্থীদের উদ্ভাবিত রোবটিক্স প্রযুক্তির প্রদর্শনী হয়েছে।
বাংলাদেশের রোবটিক সায়েন্সের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সমাপনী অনুষ্ঠানের অতিথিরা।
আয়োজনের সহযোগিতায় ছিল প্রথম আলো।
ওএস।