ববি শিক্ষার্থীদের ঈদের ছুটির উচ্ছ্বাসেও পদ্মা সেতু
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ১৪ দিনের ছুটি শুরু হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের। এ সংবাদে খুশির আমেজ বইছে ক্যাম্পাসে। এদিকে পদ্মা সেতু চালু হওয়ায় সেতু উপকারভোগী শিক্ষার্থীদের মাঝে দেখা যাচ্ছে বাধভাঙা উচ্ছ্বাস। কোন রকম ভোগান্তী ছাড়াই এবার বাড়ির উদ্দেশ্যে যাবে শিক্ষার্থীরা। অনেক শিক্ষার্থীরা মনে করছে পদ্মা সেতু হওয়ায় এবারের কোরবানীতে ববি শিক্ষার্থীদের ঈদ আনন্দে যেনো সংযোজন হয়েছে নতুন এক মাত্রা।
স্বপ্নের পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের যোগসূত্র স্থাপন করেছে সমগ্র বাংলাদেশের সাথে। যাতায়াত ব্যবস্থায় এসেছে যুগান্তকারী পরিবর্তন। সেই পরিবর্তন এবং অগ্রগতিতে এবার প্রথমবারের মত ঈদ উদযাপন করতে যাচ্ছে ববি শিক্ষার্থীরা। এবারের ঈদে শিক্ষার্থীদের সীমাহীন উচ্ছ্বাসের কারণ যেনো সত্যিই ইতিহাসের অনন্য মাইলফলক পদ্মা সেতু।
আগামী বুধবার (৬ জুলাই) থেকে মঙ্গলবার ১৯ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে সোমবার ১৮ জুলাই সোমবার পর্যন্ত। ছুটি শেষে ২০ জুলাই বুধবার থেকে ক্যাম্পাস যথারীতিতে চলবে। বিষয়টি ঢাকাপ্রকাশ-কে নিশ্চত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার বাহাউদ্দীন গোলাপ।
পদ্মা সেতু পেয়ে শিক্ষার্থীদের কোন উপকার হয়েছে কিন? এ প্রসঙ্গে তিনি বলেন, 'একটি প্রতিশ্রুতি, একটি সম্ভাবনা, একটি প্রত্যাশার নাম পদ্মা সেতু। স্বপ্নের পদ্মা সেতু আজ সপ্ন নয় বরং বাস্তব। এবারের ছুটিতে শিক্ষার্থীরা ব্যাপক উচ্ছ্বসিত। কারণ পদ্মাসেতুর কারণে শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি এবং কষ্ট অনেকটাই লাঘব হবে বলে এবারের ঈদ প্রতিটি শিক্ষার্থীর জন্যেই বিশেষত্ব বহন করছে।'
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৭ম ব্যাচের শিক্ষার্থী বি এম সোহেল রানা ঢাকাপ্রকাশ-কে বলেন, 'আমার বাড়ি ঢাকার যাত্রাবাড়ীতে। আগে লঞ্চে যাতায়াতে যেমন সময় বেশি লাগতো, খরচও বেশি হতো। বছরের ২টা ঈদ করতে অন্তত ঢাকা যেতে হয়। তবে এখন আর চিন্তা নেই। এবার ঈদে বাড়ি যেতে আর ভোগান্তি হবে না, সময়ও কম লাগবে ভাবতেই ভালো লাগছে। শেখ হাসিনাকে অনেক ধন্যবাদ।'
বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী 'ঢাকা স্টুডেন্স অ্যাসোসিয়েশ' (ববি) এর সদস্য ইমন জানান, দেশের ইতিহাসে সর্বাধুনিক অনন্য মেগাপ্রকল্প পদ্মাসেতু। দীর্ঘ প্রতীক্ষার প্রহর শেষে অবশেষে পদ্মা সেতু উদ্ভোধন হলো গত ২৫ জুন। রোজার ঈদে মাওয়া পর্যন্ত বাসে গিয়ে ছোটো লঞ্চে নদী পার হতে ১ ঘন্টা বসে ওপার পৌঁছেছি। ইনশাল্লাহ্, প্রধানমন্ত্রী অবদানে এবার ৭ মিনিটের পদ্মা নদী পার হবো আর তিন ঘন্টায় বাড়ি পৌঁছে যাবো। বিষয়টা ভাবতেই অন্যরকম একটা উত্তেজনা কাজ করছে।
ববির ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান ঢাকাপ্রকাশ-কে বলেন, 'আমার বাড়ি ঢাকার মিরপুরে পদ্মাসেতু হবার পরপরই একবারঢাকা গিয়েছিলাম, তখন সময় লেগেছিলো মাত্র ২ ঘণ্টা ৫০ মিনিট। বাসের গতিও খুব একটা বেশি ছিলো না। ৫ তারিখ মিড পরীক্ষা শেষ হবে। ৫ তারিখ পরীক্ষা দিয়েই বাসে উঠে সেদিনই ঢাকা পৌঁছাবো! এটা সত্যিই আগে কল্পনা করতে পারতাম না। এখন পদ্মাসেতুর কারণে ১ দিন আগেই বাড়ি যেতে পারছি। এটা সত্যিই অনেক বেশি আনন্দময় করছে এবারের ঈদকে'।
হলগুলো খোলা থাকবে কি না সে বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের প্রোভোস্ট অধ্যাপক রেহানা পারভীন ঢাকাপ্রকাশ-কে বলেন, 'যেহেতু বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ হয়ে যাচ্ছে এবং পদ্মাসেতু হয়েছে। তাই দূরদূরান্তের শিক্ষার্থীরা ক্যাম্পাস বন্ধ হবার আগেই যাদের পরীক্ষা শেষ তারা হল ছাড়তে শুরু করেছে। এজন্য হলগুলোও বন্ধ রাখা হবে ৬ জুলাই বুধবার থেকে ১৯ জুলাই মঙ্গলবার পর্যন্ত। তবে ১৯ জুলাই থেকে যথারীতি শিক্ষার্থীদের জন্য হলগুলো খুলে দেয়া হবে।'
এএজেড