সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১১ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

ববি শিক্ষার্থীদের ঈদের ছুটির উচ্ছ্বাসেও পদ্মা সেতু

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ১৪ দিনের ছুটি শুরু হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের। এ সংবাদে খুশির আমেজ বইছে ক্যাম্পাসে। এদিকে পদ্মা সেতু চালু হওয়ায় সেতু উপকারভোগী শিক্ষার্থীদের মাঝে দেখা যাচ্ছে বাধভাঙা উচ্ছ্বাস। কোন রকম ভোগান্তী ছাড়াই এবার বাড়ির উদ্দেশ্যে যাবে শিক্ষার্থীরা। অনেক শিক্ষার্থীরা মনে করছে পদ্মা সেতু হওয়ায় এবারের কোরবানীতে ববি শিক্ষার্থীদের ঈদ আনন্দে যেনো সংযোজন হয়েছে নতুন এক মাত্রা।

স্বপ্নের পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের যোগসূত্র স্থাপন করেছে সমগ্র বাংলাদেশের সাথে। যাতায়াত ব্যবস্থায় এসেছে যুগান্তকারী পরিবর্তন। সেই পরিবর্তন এবং অগ্রগতিতে এবার প্রথমবারের মত ঈদ উদযাপন করতে যাচ্ছে ববি শিক্ষার্থীরা। এবারের ঈদে শিক্ষার্থীদের সীমাহীন উচ্ছ্বাসের কারণ যেনো সত্যিই ইতিহাসের অনন্য মাইলফলক পদ্মা সেতু।

আগামী বুধবার (৬ জুলাই) থেকে মঙ্গলবার ১৯ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে সোমবার ১৮ জুলাই সোমবার পর্যন্ত। ছুটি শেষে ২০ জুলাই বুধবার থেকে ক্যাম্পাস যথারীতিতে চলবে। বিষয়টি ঢাকাপ্রকাশ-কে নিশ্চত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার বাহাউদ্দীন গোলাপ।

পদ্মা সেতু পেয়ে শিক্ষার্থীদের কোন উপকার হয়েছে কিন? এ প্রসঙ্গে তিনি বলেন, 'একটি প্রতিশ্রুতি, একটি সম্ভাবনা, একটি প্রত্যাশার নাম পদ্মা সেতু। স্বপ্নের পদ্মা সেতু আজ সপ্ন নয় বরং বাস্তব। এবারের ছুটিতে শিক্ষার্থীরা ব্যাপক উচ্ছ্বসিত। কারণ পদ্মাসেতুর কারণে শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি এবং কষ্ট অনেকটাই লাঘব হবে বলে এবারের ঈদ প্রতিটি শিক্ষার্থীর জন্যেই বিশেষত্ব বহন করছে।'

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৭ম ব্যাচের শিক্ষার্থী বি এম সোহেল রানা ঢাকাপ্রকাশ-কে বলেন, 'আমার বাড়ি ঢাকার যাত্রাবাড়ীতে। আগে লঞ্চে যাতায়াতে যেমন সময় বেশি লাগতো, খরচও বেশি হতো। বছরের ২টা ঈদ করতে অন্তত ঢাকা যেতে হয়। তবে এখন আর চিন্তা নেই। এবার ঈদে বাড়ি যেতে আর ভোগান্তি হবে না, সময়ও কম লাগবে ভাবতেই ভালো লাগছে। শেখ হাসিনাকে অনেক ধন্যবাদ।'

বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী 'ঢাকা স্টুডেন্স অ্যাসোসিয়েশ' (ববি) এর সদস্য ইমন জানান, দেশের ইতিহাসে সর্বাধুনিক অনন্য মেগাপ্রকল্প পদ্মাসেতু। দীর্ঘ প্রতীক্ষার প্রহর শেষে অবশেষে পদ্মা সেতু উদ্ভোধন হলো গত ২৫ জুন। রোজার ঈদে মাওয়া পর্যন্ত বাসে গিয়ে ছোটো লঞ্চে নদী পার হতে ১ ঘন্টা বসে ওপার পৌঁছেছি। ইনশাল্লাহ্, প্রধানমন্ত্রী অবদানে এবার ৭ মিনিটের পদ্মা নদী পার হবো আর তিন ঘন্টায় বাড়ি পৌঁছে যাবো। বিষয়টা ভাবতেই অন্যরকম একটা উত্তেজনা কাজ করছে।

ববির ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান ঢাকাপ্রকাশ-কে বলেন, 'আমার বাড়ি ঢাকার মিরপুরে পদ্মাসেতু হবার পরপরই একবারঢাকা গিয়েছিলাম, তখন সময় লেগেছিলো মাত্র ২ ঘণ্টা ৫০ মিনিট। বাসের গতিও খুব একটা বেশি ছিলো না। ৫ তারিখ মিড পরীক্ষা শেষ হবে। ৫ তারিখ পরীক্ষা দিয়েই বাসে উঠে সেদিনই ঢাকা পৌঁছাবো! এটা সত্যিই আগে কল্পনা করতে পারতাম না। এখন পদ্মাসেতুর কারণে ১ দিন আগেই বাড়ি যেতে পারছি। এটা সত্যিই অনেক বেশি আনন্দময় করছে এবারের ঈদকে'।

হলগুলো খোলা থাকবে কি না সে বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের প্রোভোস্ট অধ্যাপক রেহানা পারভীন ঢাকাপ্রকাশ-কে বলেন, 'যেহেতু বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ হয়ে যাচ্ছে এবং পদ্মাসেতু হয়েছে। তাই দূরদূরান্তের শিক্ষার্থীরা ক্যাম্পাস বন্ধ হবার আগেই যাদের পরীক্ষা শেষ তারা হল ছাড়তে শুরু করেছে। এজন্য হলগুলোও বন্ধ রাখা হবে ৬ জুলাই বুধবার থেকে ১৯ জুলাই মঙ্গলবার পর্যন্ত। তবে ১৯ জুলাই থেকে যথারীতি শিক্ষার্থীদের জন্য হলগুলো খুলে দেয়া হবে।'
এএজেড

Header Ad
Header Ad

আমাদের ব্যর্থতা আছে অস্বীকার করার উপায় নেই: আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যর্থতার দায় স্বীকার করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো কারণ নাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন যে আমাদের আত্মতুষ্টির সুযোগ নাই।

তবে আমাদের চেষ্টা আছে এবং আত্ম-জিজ্ঞাসা আছে। ব্যর্থতা উত্তরণের জন্য আমাদের প্রচণ্ড চেষ্টা আছে, তাড়না আছে। প্রত্যেকটা ব্যর্থতার ক্ষেত্রে প্রচণ্ড চেষ্টা আছে।

‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ বিষয়ক কর্মশালায় যোগদানের পূর্বে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন। আজ সোমবার দুপুরে রাজশাহীর পিটিআই মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

এ সময় আইন উপদেষ্টা বলেন, আমরা একটা ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি; বিশেষ করে পুলিশ প্রশাসন ও বিচার বিভাগ। সেখান থেকে দাঁড়াতে আমাদের সময় লাগছে।

তিনি আরও বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তির হাতে হাজার হাজার কোটি টাকা আছে, টাকা থাকলে এবং বদ মতলব থাকলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করা সম্ভব। সে বিষয়টিও দেখা হচ্ছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করছেন এবং আমাদের কো-অর্ডিনেশন মিটিংয়েও বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।

চলমান বিচার পদ্ধতি নিয়ে আসিফ নজরুল বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগের শক্ত প্রমাণ আছে তাদের বিরুদ্ধে যেন যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। আর যারা নির্দোষ তাদের যেন অযথা হয়রানি করা না হয় সে বিষয়টিও সমন্বয় করে দেখার নির্দেশনা দেওয়া হবে।

Header Ad
Header Ad

মিঠাপুকুরে ধর্ষকের গ্রেফতার ও বিচারের দাবিতে সড়ক অবরোধ ও কুশপুত্তলিকা দাহ

ধর্ষকের গ্রেফতার ও বিচারের দাবিতে সড়ক অবরোধ। ছবি: ঢাকাপ্রকাশ

রংপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রবিবার (২৩ ফেব্রুয়ারি) মিঠাপুকুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, ভূমিহীন সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেছেন।

আন্দোলনকারীরা মিঠাপুকুর উপজেলা চত্বর থেকে মিছিল সহ পদযাত্রা করে মিঠাপুকুর থানায় পৌঁছান এবং সেখান থেকে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন এবং কুশপুত্তলিকা দাহ করেন। এতে ঢাকা-রংপুর মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ধর্ষকের গ্রেফতার, সর্বোচ্চ শাস্তি এবং ধর্ষণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকরের পাশাপাশি মিঠাপুকুর থানার বর্তমান ওসিকে অপসারণের দাবি জানান।

মিঠাপুকুর থানার বর্তমান ওসিকে অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: ঢাকাপ্রকাশ

পরবর্তীতে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের আশ্বস্ত করার চেষ্টা করেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ স্পষ্টভাবে জানিয়ে দেন, যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষক গ্রেফতার না হয়, তবে আরও বড় ধরনের আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন।

Header Ad
Header Ad

এবার মেহেদি হাসান ও বিপ্লব কুমার চাকরি থেকে বরখাস্ত

যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও ট্রাফিকের যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদি হাসান। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিএমপি) পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (দক্ষিণ) বিপ্লব কুমার সরকার ও ডিএমপির ট্রাফিকের (দক্ষিণ) যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদি হাসানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারিকৃত সিনিয়র সচিব নাসিমুল গণির সই করা পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) বিপ্লব কুমার সরকার এবং ডিএমপির ট্রাফিকের (দক্ষিণ) যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান গত বছরের ৬ আগস্ট থেকে যথাযথ কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে অবহিত না করে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

সেহেতু, বিপ্লব কুমার সরকার এবং এস এম মেহেদী হাসানকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ২ (চ) বিধি অনুযায়ী ২০২৪ সালের ৬ আগস্ট থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আমাদের ব্যর্থতা আছে অস্বীকার করার উপায় নেই: আসিফ নজরুল
মিঠাপুকুরে ধর্ষকের গ্রেফতার ও বিচারের দাবিতে সড়ক অবরোধ ও কুশপুত্তলিকা দাহ
এবার মেহেদি হাসান ও বিপ্লব কুমার চাকরি থেকে বরখাস্ত
এমসি কলেজ শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জামায়াত আমিরের দায় স্বীকার  
লালমনিরহাটে জামাত-শিবিরের কলেজ দখলের চেষ্টা
গাইবান্ধায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার  
এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে ঢাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চ্যানেল ‘চ্যানেল ওয়ান’ সম্প্রচারে বাধা নেই  
নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভাঙার অভিযোগ  
‘ডু অর ডাই’ ম্যাচে নিউজল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ
আ:লীগ পাচার হওয়া অর্থ দিয়ে দেশকে অস্থিতিশীল করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা  
বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি সোনা ছিনতাই    
চট্টগ্রাম কলেজে ছাত্রদলের ওপর ছাত্রশিবিরের হামলা
সেমিফাইনালের পথে ভারত, কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানের হার
নাহিদের পদত্যাগ নিয়ে যা জানা গেল
দুর্ঘটনায় আহত ছেলেকে হাসপাতালে দেখতে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল মায়ের
অতিরিক্ত দুশ্চিন্তা দ্রুত মৃত্যু ডেকে আনে!
জীবন থাকতে কোনো স্থানীয় নির্বাচন করতে দেওয়া হবে না: ইঞ্জিনিয়ার ইশরাক
২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা, সরকারি ছুটি নিয়ে যা জানা গেল!
ঢাবির মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন, ছাত্রদলের নিন্দা