‘সময় এসেছে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার’
লেখা ও ছবি : সাদিদ হক, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রতিনিধি
আজ ২৭ জুন ২০২২, বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান, সমাজজীবন, রাজনীতি, নারী ও শিশু এবং শিক্ষা ব্যবস্থাকে আমূল বদলে দেওয়া ‘পদ্মা বহুমুখী সেতু প্রকল্প’ চালু হওয়া উপলক্ষে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের মতো নোয়াখালীর একমাত্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের রাজনৈতিক সংগঠন ‘নীল দল’ আনন্দ র্যালি করেছে।
দুপুর দুইটায় ক্লাস ও মধ্যাহ্ন ভোজের পর প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়েছে।
বিভিন্ন ছাত্র ভবন ও সড়কগুলো ঘুরে র্যালিটি আবার শেষ হয়েছে প্রশাসনিক ভবনের সামনে।
২৫ জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘পদ্মা সেতু’ উদ্বোধন করেছেন ও নিজে সেতু পেরিয়েছেন।
এই উপলক্ষ্যে ‘উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে দুর্বার, সময় এসেছে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার’ প্রতিপাদ্যে শিক্ষকদের মুক্তিযুদ্ধ ও আওয়ামীপন্থী অংশটি র্যালিটি করেছেন বলে জানিয়েছেন, ঢাকাপ্রকাশ ২৪.কমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও অন্যতম ছাত্র সাদিদ হক।
র্যালিতে অংশগ্রহণ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নীল দলের সভাপতি অধ্যাপক ড. আনিসুজ্জামান রিপন, সাধারণ সম্পাদক ড. রফিক ইসলাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, আওয়ামী লীগের মতাদর্শে বিশ্বাসী বিভিন্ন বিভাগের অধ্যাপকরা।
র্যালি শেষে তারা মিষ্টিমুখ করিয়েছেন।
ছবি : ১. আনন্দ র্যালিতে শিক্ষকদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ। ২. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকতা-কর্মচারী ও ছাত্র, ছাত্রীদের শেখ হাসিনাকে শুভেচ্ছা।
ওএস।