মওলানা ভাসানী বই উৎসব শুরু
মানুষের মুক্তির আলোক বর্তিকা হাতে গ্রাম থেকে গ্রামান্তরে আলো ছড়িয়ে গেছেন মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী। তিনি সারা জীবন সাধারণ মেহনতি মানুষের কল্যাণে আন্দোলন-সংগ্রাম করেছেন। বাংলাদেশ প্রতিষ্ঠায় রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। মহান নেতার জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনলাইনে শুরু হলো ১০ দিনব্যাপী মওলানা ভাসানী বই উৎসব।
শ্রাবণ প্রকাশনী ও boionlinebd.com এই বই উৎসবের আয়োজক। মওলানা ভাসানীর লেখা বইসহ তাকে নিয়ে প্রকাশিত ২৫টি বই ২৫% ছাড়ে পাওয়া যাবে এই বই উৎসবে।
শুক্রবার (১০ ডিসেম্বর) বিকালে রাজধানীর পরীবাগের সংস্কৃতি বিকাশকেন্দ্র মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান। এ ছাড়াও বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা নাজমুল হক প্রধান, মওলানা ভাসানীর নাতি আজাদ খান ভাসানী। সঞ্চালনা করেন প্রকাশক ও সাংস্কৃতিককর্মী রবীন আহসান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে পরিবেশিত হয় গান ও আবৃত্তি। পাশাপা অনুষ্ঠিত হয় কবিকণ্ঠে কবিতা পাঠ।