নতুন বই
কান চলচ্চিত্র উৎসব নিয়ে পার্থ সনজয়ের বই

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক পার্থ সনজয়ের `কান ডায়েরি, ওহ্ বাংলাদেশ!` প্রকাশ করেছে নিমফিয়া পাবলিকেশন।
কান ডায়েরি, ওহ্ বাংলাদেশ! - বইটি না ভ্রমণকাহিনী, না ঘটনাবলীর পুঙ্খানুপুঙ্খ বর্ণনা, না স্মৃতিচারণ, না বহু প্রতিবেদনের সংকলন। বরং বলা যায়, বিশ্ব চলচ্চিত্রের স্বপ্নের ঠিকানা কান চলচ্চিত্র উৎসবে ২০২১ এ বাংলাদেশের চলচ্চিত্রের অবিস্মরণীয় অর্জনের উপাখ্যান। যে উৎসবের মূল আসরে প্রথমবারের মতো প্রদর্শিত হয়েছে বাংলাদেশের কোনো ছবি।
গল্পের ঢংয়ে, প্রাঞ্জল ভাষায় লেখার সঙ্গে প্রাসঙ্গিক ছবি বইটিকে এক ঝলকেই দিয়েছে একটা সজীব আবহ। তার খেরোখাতায় টুকে রাখা ছোট-বড় সব ঘটনা আর আনন্দ-বেদনার ছবি।
দিনে দিনে তিনি লিখেছেন, বর্ণিল রঙচটা নানা অভিজ্ঞতা আর প্রাপ্তি-অপ্রাপ্তির কথা।
বাদ দেননি কাজের আগে পরে ইতিউতি ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখার গল্পগুলোও।
সব সার্থক অনুষঙ্গ নিয়ে লেখার গাঁথুনি পাঠককে নির্ঘাত এক নিঃশ্বাসেই বইটি পড়ে শেষ করার তাগাদা দেবে। কিন্ত দীর্ঘ সময় রয়ে যাবে অর্জনের উপলব্ধি আর ফরাসি ঘ্রাণ।
প্রচ্ছদ করেছেন শিল্পী সব্যসাচী হাজরা। বইটি সম্পাদনা করেছেন পার্থ তানভীর নভেদ।
এপি/এসএন
