জাপানি চলচ্চিত্র উৎসবের উদ্বোধন
এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে জাপানি চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ও জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকার জাপান দূতাবাস, জাপান ফাউন্ডেশন, স্টার সিনেপ্লেক্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে।
শুক্রবার (৪ মার্চ) ঢাকায় বাংলাদেশ দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দর্শকরা প্রথম দিনে ‘ফ্লোটিং উইডস (উকিকুসা)’ (1959) সিনেমা প্রদর্শন করা হয় যেটির পরিচালক ওজু ইয়াসুজিরো।
স্টার সিনেপ্লেক্সের মার্কেটিং ডিরেক্টর দারিয়ুস রহমান ও মাহবুব রহমান রুহেল শুভেচ্ছা বক্তব্য দেন।
উদ্বোধনী বক্তৃতায় ঢাকায় জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, সারা বছর ধরে এই দূতাবাস দুই দেশের বহুমুখী সম্পর্ক, পারস্পরিক বোঝাপোড়া এবং বিনিময়কে আরও গভীর করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। আমি আশা করি এই চলচ্চিত্র উৎসব জাপান ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান বৃদ্ধি এবং ঢাকায় জাপানি সিনেমার ভক্ত বৃদ্ধির সুযোগ দেবে।
জাপানি ফিল্ম ফেস্টিভ্যাল-২০২২ এর সময়সূচি
দিন-২ (শুধুমাত্র আমন্ত্রিত অতিথিরা): ‘ওঙ্গাকু: আওয়ার সাউন্ড’
দিন-৩ (জনসাধারণের জন্য উন্মুক্ত): ৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে, বিকেল ৫টায় ‘ড্যাড’স লাঞ্চ বক্স’ এবং সন্ধ্যা ৭টায় ‘আই উইশ’।
দিন-৪ (জনসাধারণের জন্য উন্মুক্ত): ৭ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে বিকেল ৫টায় ‘এভরি ডে এ গুড ডে’ এবং সন্ধ্যা সাতটায় ‘প্রিন্সেস আরেটি।
আরইউ/আরএ/