পুরস্কার দিয়ে শেষ হলো আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব
প্রধান অতিথি তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের হাত থেকে তারেক শাহরিয়ার বেস্ট ইন্ডিপেন্ডেন্ট শর্ট পুরস্কার নিচ্ছেন লাবণী আশরাফী
আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। আজ ৪ মার্চ (শুক্রবার) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম আয়োজিত ‘১৬তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব’ এর সমাপনী অনুষ্ঠানে এ পুরস্কার ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে পাঁচ পুরস্কার দেওয়া হয়। এতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফিকশন ও ডকুমেন্টারি বিভাগে পুরস্কার পেয়েছে তুরস্কের 'আ'ম এফ্রেইড টু ফরগেট ইয়োর ফেইস' ও 'আল-সিট'। আর তারেক শাহরিয়ার বেস্ট ইন্ডিপেন্ডেন্ট শর্ট ফিল্ম পুরস্কার পেয়েছে বাংলাদেশের লাবণী আশরাফী পরিচালিত 'চক্রব্যূহ'।
অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, 'জাতি হিসেবে ভাষা আর সংস্কৃতি দু'টি আমাদের গর্বের বিষয়। বাঙালিরা মেধাবীও। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার পথে আমরা আজ মধ্যম আয়ের দেশ ও উন্নয়নশীল রাষ্ট্রগুলোর সামনে অনন্য উদাহরণ।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে তরুণদের এগিয়ে আসাকে সাধুবাদ জানিয়ে ও তরুণ সৃষ্টিশীল প্রতিভা বিকাশে সংস্কৃতিচর্চার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশময় সাংস্কৃতিক বিপ্লব হলে জঙ্গি-মাদকাসক্তি সব ভেসে যেতো।
অনুষ্ঠানে উৎসব আয়োজক পরিষদের সভাপতি নাসিরউদ্দীন ইউসুফ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, উৎসব পরিচালক সৈয়দ ইমরান হোসাইন কিরমানী, চলচ্চিত্রকার মানজারে হাসীন মুরাদ, জাহিদুর রহিম অঞ্জন, জুনায়েদ আহমেদ হালিম, জহিরুল ইসলাম কচি প্রমুখ বক্তব্য রাখেন।
‘মুক্ত চলচ্চিত্র, মুক্ত প্রকাশ’ স্লোগান নিয়ে ২৫ ফেব্রুয়ারি ১৩০টি দেশের চার শতাধিক স্বাধীন চলচ্চিত্র নিয়ে এই উৎসব শুরু হয়েছিল। উৎসবে এবার বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল এবং মানজারে হাসীন মুরাদকে 'হীরালাল সেন আজীবন সম্মাননা পুরস্কারে' ভূষিত করা হয়।
এনএইচবি/এমএ/এপি