১৮তম দিনের অনুষ্ঠানমালা
গাজীউল হক ও সিকান্দার আবু জাফরকে স্মরণ
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
অমর একুশে বইমেলার ১৮তম দিন শুক্রবার (৩ মার্চ) বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্মরণ : গাজীউল হক ও সিকান্দার আবু জাফর’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন নাসির আহমেদ। আলোচনা করেন আমিনুর রহমান সুলতান, আলফ্রেড খোকন ও তারেক রেজা। সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর।
প্রাবন্ধিক বলেন, ‘বাঙালির স্বাধিকারের চেতনা জাগানো বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের সংগ্রামে উত্তরণ পর্যন্ত প্রতিটি সাংস্কৃতিক আন্দোলন-সংগ্রামের সঙ্গে জড়িয়ে আছেন দুই মহান দেশপ্রেমিক, সাহিত্যিক, সাংবাদিক, কবি সিকান্দার আবু জাফর এবং ভাষাসংগ্রামী গাজীউল হক। পেশা ও কর্মজীবন ভিন্নতর হলেও তাঁরা ছিলেন বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং স্বদেশ জননীর জন্য জীবনের ঝুঁকি নেওয়া চিরস্মরণীয় সাহসী দেশপ্রেমিক মানুষ। দু’জনই অপরিসীম সাহসী, সত্যনিষ্ঠ, প্রচÐ উদ্যমী এবং বাঙালি জাতীয়তাবাদে উজ্জীবিত সংস্কৃতি অঙ্গনের প্রবাদপ্রতিম কর্মীপুরুষ।’
আলোচকরা বলেন, দেশপ্রেম, দীপ্তচেতনা ও সাহস- এসব কিছুর সমন্বয় লক্ষ করা যায় ভাষাসংগ্রামী গাজীউল হক এবং কবি সিকান্দার আবু জাফরের সমগ্র জীবন ও কর্মে। ভাষা-আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত বাঙালির চেতনা ও চিন্তাকে নানাভাবে উদ্বুদ্ধ করেছেন তাঁরা। অসাম্প্রদায়িক ও প্রগতিশীল চিন্তার মানুষ হিসেবে তাঁরা আমাদের মনে চিরভাস্বর হয়ে থাকবেন।
সভাপতির বক্তব্যে মো. আবুল মনসুর বলেন, ভাষাসংগ্রামী গাজীউল হক ও কবি সিকান্দার আবু জাফর দেশপ্রেমের আলোকে নিজেদের মূল্যবোধ ও চেতনাকে শাণিত করে নিয়েছিলেন। তাই সকল প্রকার অন্যায়, বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে তাঁরা প্রতিবাদী ভ‚মিকা পালন করেছেন। সত্য ও ন্যায়ের ভিত্তিতে একটি শোষণহীন সমাজ প্রতিষ্ঠার জন্য তাঁদের মূল্যবোধ ও আদর্শ আমাদের অনুসরণ করতে হবে এবং নতুন প্রজন্মের কাছে এই মহান দুজন দেশপ্রেমিকের জীবন ও কর্ম তুলে ধরতে হবে।
লেখক বলছি
লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের বই নিয়ে আলোচনা করেন আবদুস সেলিম এবং বিধান রিবেরু।
সাংস্কৃতিক অনুষ্ঠান
মূল মঞ্চে আজকের অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি মাসুদুজ্জামান এবং আসাদ আহমেদ। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী অনন্যা সাহা এবং রত্না সিনহা। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল রাখাল কিশোর ঠাকুরের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘ত্রিবেণী গণসাংস্কৃতিক সংস্থা’ এবং রুবিনা আজাদের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘উদয় দিগঙ্গন’-এর পরিবেশনা।
শনিবারের অনুষ্ঠান
শনিবার (৫ মার্চ) অমর একুশে বইমেলার ১৯তম দিন। মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত মেলায় থাকবে শিশুপ্রহর।
বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘স্মরণ : কাজী মনজুরে মওলা ও হাবীবুল্লাহ সিরাজী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন কাজল বন্দ্যোপাধ্যায়। আলোচনায় অংশগ্রহণ করবেন মোহাম্মদ সাদিক, আসাদ মান্নান এবং জাহিদুল হক। সভাপতিত্ব করবেন সুব্রত বড়ুয়া।
সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)